Anubrata Mondal In SSKM: কেমন আছেন অনুব্রত? বিস্তারিত তথ্য চেয়ে SSKM-কে চিঠি CBI-এর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 08, 2022 | 2:17 PM

Anubrata Mondal In SSKM: বৃহস্পতিবারই এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন সিবিআই-এর এক আধিকারিক। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। অনুব্রতর শরীর কেমন আছে, তা নিয়ে খোঁজখবর করেন তিনি।

Anubrata Mondal In SSKM: কেমন আছেন অনুব্রত? বিস্তারিত তথ্য চেয়ে SSKM-কে চিঠি CBI-এর
অনুব্রত মণ্ডল (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বর্তমান শারীরিক অবস্থা জানতে চেয়ে এসএসকেএম কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় সিবিআই। চিঠির পরিপ্রেক্ষিতে অনুব্রতর শারীরিক অবস্থা জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, হাসপাতালের তরফে জানানো হয়, অনুব্রত সম্পূর্ণভাবে সুস্থ নয়। চিকিৎসকরা জানিয়েছেন, অনুব্রতর হার্টের কিছু সমস্যা রয়েছে। এছাড়াও পারিপার্শ্বিক সমস্যা রয়েছে। পাশাপাশি বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তার রিপোর্ট এখনও আসেনি বলে সিবিআই-কে জানানো হয়েছে। বৃহস্পতিবারই এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন সিবিআই-এর এক আধিকারিক। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। অনুব্রতর শরীর কেমন আছে, তা নিয়ে খোঁজখবর করেন তিনি।

এসএসকেএমের সুপার পীযূষ রায় জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের সুগারের মাপকাঠির ওপরেও নজর রাখা হয়েছে। তবে সিবিআই এখনও পর্যন্ত যে এসএসকেএমের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেননি, তা এদিন জানিয়ে দেন তিনি। চিকিৎসক কর্তা বলেন, “দেশের সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে। আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে আমরা আইন মেনে তদন্তে যেভাবে সাহায্য দরকার করব।”

সিবিআই-এর পঞ্চমবারের হাজিরা এড়িয়ে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অনুব্রত। সেই মর্মে দিল্লির সদর দফতরেও ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। বুধবার রাতেই বৈঠকে বসেন তদন্তকারীরা। এখনও উচ্চতর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ পাওয়ার অপেক্ষা করছেন সিবিআই তদন্তকারীরা। যদিও এসএসকেএম এসে যে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে, সে পথ আগেই চিঠি দিয়ে খোলা রেখেছেন কেষ্ট।

সিবিআইকে লেখা চিঠিতে অনুব্রত বলেছেন, “সদিচ্ছা থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে হাজিরা দিতে পারছি না। তদন্তে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। সিবিআই চাইলে হাসপাতালে আসতে পারে। আমি সব রকম সহযোগিতা করব।”

আরও পড়ুন: বাংলা মিডিয়ামের ছাত্র ইংরাজি বলতে অসুবিধায় পড়ছিল, আইজার কলকাতায় এর আগেও ঝরেছিল তরুণ প্রাণ!

 

আরও পড়ুন: ভাদু শেখ হত্যা মামলারও তদন্ত করতে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

 

Next Article
SSC Case in High Court: সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চে রাজ্য, আবার সরে দাঁড়ালেন বিচারপতি ট্যান্ডন
Asansol By Election: উপ নির্বাচনের আগেই সরিয়ে দেওয়া হল আসানসোলের দুই পুলিশ আধিকারিককে