Aparna Sen: মনে হয় না সঞ্জয় একা দোষী, পিছনে আছে বড় নেক্সাস: অপর্ণা সেন

Jan 24, 2025 | 5:23 PM

Aparna Sen: অপর্ণা সেনের মন্তব্যকে সমর্থন করেছেন তিলোত্তমার বাবা। রায়ের কপি সামনে এসেছে ইতিমধ্যেই। তা দেখার পর নতুন করে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।

Aparna Sen: মনে হয় না সঞ্জয় একা দোষী, পিছনে আছে বড় নেক্সাস: অপর্ণা সেন
অপর্ণা সেন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন আরজি কর মামলার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আমৃত্যু জেলে বন্দি থাকার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। তবে সেই শাস্তি যথেষ্ট কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আর এবার সেই মামলা নিয়েই বিতর্ক আরও কিছুটা উস্কে দিলেন অভিনেত্রী অপর্ণা সেন। TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, শুধুমাত্র সঞ্জয়কেই দোষী বলতে রাজি নন তিনি।

আরজি করের খুন ও ধর্ষণের ঘটনার ৫ মাস পর, তদন্তে উঠে আসা প্রমাণের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারক রায় দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে গণ্য করা যাচ্ছে না। বিচারকের এই পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। মামলার রায় নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তিলোত্তমার বাবা-মা। এবার অপর্ণা সেনের মন্তব্যকে সমর্থন করলেন তিলোত্তমার বাবা।

এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অপর্ণা সেন বলেছেন, ‘আমার নিজের মনে হয় না যে একা সঞ্জয় রায় দোষী। এর পিছনে একটা বড় চক্র (নেক্সাস) কাজ করছে।’ তবে সেই চক্র খুঁজে বের করার ক্ষেত্রে প্রশাসনের ওপর যে তাঁর বিশেষ ভরসা নেই, সে কথাও বুঝিয়ে দেন অপর্ণা। অভিনেত্রী বলেন, “সেই চক্র কে বের করবে, আদৌ বের করা যাবে কি না, সেই বিষয়ে আদৌ আমার ভরসা আছে কি না, সেটা অন্য কথা।” সুপ্রিম কোর্টের ওপরেও যে তিনি ভরসা করছেন না, সেটাও স্পষ্ট অভিনেত্রীর কথায়।

তবে ফাঁসির কথা বলছেন না অপর্ণা সেন। তিনি মনে করেন, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুর মেলাতে রাজি নন তিনি। ইতিমধ্যেই সঞ্জয়ের ফাঁসির দাবিতে, কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার। সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করেছে সিবিআইও।

Next Article