Baguiati Accident: বাগুইআটিতে অ্যাপ বাইকে ধাক্কা DN 16 রুটের বাসের, ছিটকে পড়ে মৃত্যু চালকের

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 06, 2025 | 8:57 PM

Baguiati Accident: জানা গিয়েছে, মৃতের নাম সৌরভ মজুমদার। তিনি পেশায় বাইক চালক। সোমবার তাঁরই বাইক বুক করেন এক মহিলা। বাইকে ছিলেন তাঁরা দু'জনই। স্থানীয় সূত্রে খবর, বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল বাইকটি।

Baguiati Accident: বাগুইআটিতে অ্যাপ বাইকে ধাক্কা DN 16 রুটের বাসের, ছিটকে পড়ে মৃত্যু চালকের
বাগুইআটিতে বাসের ধাক্কা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাগুইআটি: অ্যাপ বাইকে চড়ে বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল একটি বাইক। বাগুইআটির কাছে যেতেই পিছনে ধাক্কা বাইকের। ছিটকে পড়ল যুবক ও মহিলা। পরে হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম সৌরভ মজুমদার। তিনি পেশায় বাইক চালক। সোমবার তাঁরই বাইক বুক করেন এক মহিলা। বাইকে ছিলেন তাঁরা দু’জনই। স্থানীয় সূত্রে খবর, বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল বাইকটি। মহিলা সহ দু’জন ছিল বাইকে। এবার বাগুইআটির নারায়ণতলার কাছে আসতেই পিছন থেকে দ্রুতগতিতে আসা ডিএন ১৬ (DN 16) রুটের বাস সজরে ধাক্কা মারে বাইকে। এই ঘটনায় আহত হয় বাইক চালক ও বাইকের পেছনে সিটে থাকা মহিলা আরোহী।

স্থানীয় সূত্রে খবর, বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক। ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা ঘাতক বাসটিকে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আছে বাগুইআটি থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয়। আহতদের উদ্ধার করে  বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, “বাইক আসছিল। গাড়িটা এমন ভাবে চালাচ্ছিল নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বাইক নিয়ে উল্টে পড়ে যায়। মেয়েটা যাও ঠিক ছিল। বাইকের ছেলেটা মাথায় চোট পেয়েছে।”

 

 

Next Article