Bangla Pokkho: বাংলা পক্ষের সমস্ত পদ থেকে পদত্যাগ অরিন্দম বিশ্বাসের, চিঠি দিলেন গর্গ চট্টোপাধ্যায়কে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 01, 2023 | 8:37 PM

Bangla Pokkho: অরিন্দম বিশ্বাস বাংলা পক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্য। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে তিনি জানান, বাংলা পক্ষের প্রাথমিক সদস্যপদও ছাড়ছেন তিনি।

Bangla Pokkho: বাংলা পক্ষের সমস্ত পদ থেকে পদত্যাগ অরিন্দম বিশ্বাসের, চিঠি দিলেন গর্গ চট্টোপাধ্যায়কে
গর্গ চট্টোপাধ্যায়

Follow Us

কলকাতা: বাংলা পক্ষের সমস্ত পদ ছাড়লেন অরিন্দম বিশ্বাস। এমনকি, সংগঠনের প্রাথমিক সদস্যপদও ছাড়ছেন। এই নিয়ে বাংলা পক্ষের (Bangla Pokkho) সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়কে (Garga Chatterjee) চিঠি লিখেছেন তিনি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে সমস্ত দায়িত্ব থেকে সরানোর অনুরোধ জানিয়েছেন।

অরিন্দম বিশ্বাস বর্তমানে বাংলা পক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্য। গত ২৮ ফেব্রুয়ারি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়কে চিঠি পাঠান তিনি। সেখানে তিনি জানান, গত কয়েক বছর সংগঠনের নানা দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু, অনিবার্য কিছু কারণবশত এই দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত তাঁকে নিতে হচ্ছে।

তাঁর এই পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে সমস্ত দায়িত্ব থেকে সরানোর আর্জি জানিয়েছেন অরিন্দম। একইসঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন, এই সিদ্ধান্ত বদল করা নিয়ে ভাবনাচিন্তার কোনও অবকাশ নেই।

তাঁর এই চিঠির প্রাপ্তিকেই পদত্যাগ গ্রহণ হিসেবে তিনি মনে করবেন বলে জানিয়েছেন অরিন্দম। চিঠির শেষে জানিয়েছেন, এরপর থেকে সংগঠনের কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি দায়বদ্ধ থাকবেন না।

বাংলা পক্ষের উজ্জ্বল ভবিষ্যতের কামনা জানিয়েছেন অরিন্দম। তাঁর এই চিঠি নিয়ে সংগঠনের তরফে অবশ্য কোনও মন্তব্য করা হয়নি।

Next Article
Trinamool Congress : দমদমে নতুন ‘আরাবুলের’ দাপট, স্কুলে ঢুকে শিক্ষককে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
DA Agitation: মহার্ঘভাতার দাবিতে বনধ ডাকা কি মৌলিক অধিকার? হাইকোর্টে জনস্বার্থ মামলা