কলকাতা: হাইকোর্ট রক্ষাকবচ পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। ২৬ মার্চ গুলি-বোমাবাজির মামলায় হাইকোর্টের স্বস্তি পেলেন তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের মৌখিক নির্দেশ দিয়েছেন, আগামীকাল অর্থাৎ বুধবার শুনানির আগে পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। অর্জুন হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বাড়িতে বোমাবাজি হয়েছে, অথচ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনা ঘটে। উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনের এলাকা। ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক জন জখম হন। তৃণমূলের অভিযোগ ছিল, জখম হওয়া যুবক তাদের দলের কর্মী। অর্জুনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন।
ওই ঘটনার তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে তলব করে জগদ্দল থানার পুলিশ। পাল্টা অর্জুনের দাবি, তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। পুলিশ অর্জুনের বিরুদ্ধে নোটিস জারি করে। বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায়। মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেয় নিম্ন আদালত। তারপরই অর্জুন স্পষ্ট করে দেন, তিনি নিম্ন আদালতের রায়ের ওপর ভরসা রাখতে পারছেন না। হাইকোর্টে যাবেন বলে জানিয়ে দেন। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট দেন, আপাতত অর্জুনের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।