কলকাতা: বিধানসভার অধিবেশনে বুধবার চলছিল ক্রীড়া সংক্রান্ত আলোচনা। সে সময়ই বিজেপির বিধায়ক এবং প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা অভিযোগ করেন, স্টেডিয়াম তৈরির জন্য কেন্দ্রের থেকে টাকা নিচ্ছে না রাজ্য সরকার। হকি স্টেডিয়াম তৈরির জন্য কেন্দ্র ২০০ কোটি টাকা দিতে চাই বলে দাবি করেন তিনি। ময়নার বিধায়কের অভিযোগ, নরেন্দ্র মোদীর নামে স্টেডিয়াম তৈরি হবে বলে রাজ্য সেই টাকা নিচ্ছে না। যদিও দিন্দার তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীর অভিযোগ, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন দিন্দা। এ ভুল তথ্য পরিবেশনের জন্য দিন্দার বিরুদ্ধে তদন্তের দাবিও তুলেছেন তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অশোক দিন্দাকে এ সংক্রান্ত নথি জমা দিতে বলেছেন।
এ বিষয়ে অশোক দিন্দা বলেছেন, “আমি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দিল্লিতে দেখা করেছিলাম। উনি বলেছিলেন, সব রাজ্য ২০০ কোটি টাকা করে একটা স্কিম নিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ নিচ্ছে না। তার পর আমি বাংলার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে এই কথা বলেছিলাম। এই প্রশ্ন যখন আম আজ তুললাম। তখন উনি তথ্য চাইছেন। আমি অনুরাগজির থেকে তথ্য চেয়েছি। সেটা পেলেই আমি দেখাব।”
যদিও দিন্দার অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভুল তথ্য দেওয়ার অভিযোগ করে, দিন্দার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দিন্দাকে এ সংক্রান্ত নথি জমা দিতে বলেছেন। এ নিয়ে তনি বলেন, “অনেকের মধ্যে আলটপকা মন্তব্য করার প্রবণতা রয়েছে। এটা বাঞ্ছনীয় নয়।”