Arpita Mukherjee: মায়ের মৃত্যু, ৫ দিনের জন্য দেশের বাড়ি ফিরছেন অর্পিতা

Arpita Mukherjee: দীর্ঘদিন ধরেই অর্পিতার মা নানা রোগে ভুগছিলেন। মায়ের অসুস্থতার কথা বলে একাধিকবার জামিন চেয়েছিলেন অর্পিতা। তাতে অবশ্য জামিন মেলেনি। বৃহস্পতিবার ৭৬ বছর বয়সে মৃত্যু হয় অর্পিতার মা।

Arpita Mukherjee: মায়ের মৃত্যু, ৫ দিনের জন্য দেশের বাড়ি ফিরছেন অর্পিতা
প্যারোলে মুক্তি অর্পিতারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 21, 2024 | 3:31 PM

কলকাতা: মায়ের মৃত্যু!  নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হল। বৃহস্পতিবার বিশেষ আদালত ৫ দিনের জন্য প্যারোলে মুক্তির অনুমতি।

দীর্ঘদিন ধরেই অর্পিতার মা নানা রোগে ভুগছিলেন। মায়ের অসুস্থতার কথা বলে একাধিকবার জামিন চেয়েছিলেন অর্পিতা। তাতে অবশ্য জামিন মেলেনি। বৃহস্পতিবার ৭৬ বছর বয়সে মৃত্যু হয় অর্পিতার মা। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।  অর্পিতার এক বোন রয়েছে। তিনি বিবাহিত। বৃহস্পতিবার প্যারোলে মুক্তির পর গ্রামের বাড়িতে যান অর্পিতা।

২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি।  টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। অন্যদিকে, বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্‌স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। পার্থ-অর্পিতার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁদের।