Recruitment Scam: ‘চাকরি যাচ্ছে দেখে খারাপ লাগছে…’, প্রিজন ভ্যানে বসে বললেন অর্পিতা মুখোপাধ্যায়
Recruitment Scam: ২০২২ সালে ২২ জুলাই রাতে ইডি-র তল্লাশিতে নগদ টাকা উদ্ধার হয়েছিল অর্পিতার বাড়ি থেকে। জানা যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থর বান্ধবী বলে অনেকেই চিনতেন তাঁকে।

কলকাতা: ২০২২ সালে নিয়োগ মামলায় তল্লাশি চালাতে গিয়ে এই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার করেছিলেন ইডি আধিকারিকরা। প্রথমে টলিগঞ্জ, পরে বরানগরের ফ্ল্যাট থেকে মিলেছিল টাকার পাহাড়। সব মিলিয়ে টাকার অঙ্ক ছিল প্রায় ৫২ কোটি। সেই টাকা কার? কে রেখেছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এখনও চলছে তদন্ত। তবে সেই নিয়োগ দুর্নীতির মামলার জেরে যাঁরা চাকরি হারালেন, তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ করলেন অর্পিতা।
শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতির অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। লাল চুড়িদার পরে অর্পিতাকে কোর্ট থেকে বেরতে দেখা যায়, মুখ ঢাকা ছিল মাস্কে। বেরিয়ে সোজা প্রিজন ভ্যানে বসে পড়েন তিনি।
চাকরি বাতিলের কথা শুনে কী মনে হয়? অর্পিতা এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ”যাদের চাকরি গিয়েছে তাঁদের নিয়ে চিন্তা করুন। আমার খারাপ তো লাগছেই। এত লোকের চাকরি গিয়েছে। বেশিরভাগই আমারই বয়সী।”
২০২২ সালে ২২ জুলাই রাতে ইডি-র তল্লাশিতে নগদ টাকা উদ্ধার হয়েছিল অর্পিতার বাড়ি থেকে। জানা যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থর বান্ধবী বলে অনেকেই চিনতেন তাঁকে। এরপরই গ্রেফতার হন পার্থ, অর্পিতা দুজনই। অর্পিতা আদালতে বারবার দাবি করেছেন, যে নগদ টাকা উদ্ধার হয়েছে তা তাঁর নয়। তবে ওই টাকা আসলে কার, এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও সম্পর্ক আছে কি না, সেটাই খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।





