SSC Recruitment Exam: মোবাইল নিষেধ, সিসিটিভি বাধ্যতামূলক, SSC পরীক্ষা নিয়ে যা নির্দেশ…

SSC Recruitment Exam: পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র যাওয়ার সময় একজন করে সরকারি আধিকারিককে সঙ্গে থাকার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশে আরও বলা হয়েছে, পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে ফ্রিস্কিং বা শারীরিক তল্লাশি চালাতে হবে।

SSC Recruitment Exam: মোবাইল নিষেধ, সিসিটিভি বাধ্যতামূলক, SSC পরীক্ষা নিয়ে যা নির্দেশ...
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 23, 2025 | 7:06 AM

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় এবার কোনও গাফিলতি রাখতে চাইছে না নবান্ন। কড়া নিরাপত্তায় হবে পরীক্ষা। তার জন্য একাধিক নির্দেশ দেওয়া হল জেলাশাসক ও পুলিশ সুপারদের। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। হবে যথাক্রমে নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। শুক্রবার সেই সংক্রান্ত বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ‍্যসচিব মনোজ পন্থ।

শুক্রবার বৈঠকে নবান্নের তরফ থেকে মুখ্যসচিব স্পষ্টভাবে জানিয়েছেন, জেলা প্রতি অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিক জেলার পুরো পরীক্ষার তত্ত্বাবধানে থাকবে, পাশাপাশি প্রতিটি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিকরা।

পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র যাওয়ার সময় একজন করে সরকারি আধিকারিককে সঙ্গে থাকার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশে আরও বলা হয়েছে, পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে ফ্রিস্কিং বা শারীরিক তল্লাশি চালাতে হবে। কোন কেন্দ্রে কীভাবে সেই ফ্রিস্কিং হবে, সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসন।

প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক থাকছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ। মোবাইল নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তাঁর পরীক্ষা বাতিল হয়ে যাবে। ৭ এবং ১৪ সেপ্টেম্বর- দু দিনেই পরীক্ষার পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে রাজ্যের তরফ থেকে রেলকে জানানো হবে।