RG Kar Case: আরজি কর মামলার শুনানি চললেও আর আনা হবে না আদালতে, ধৃত সিভিকের জন্য এবার নতুন ব্যবস্থা

RG Kar Case: প্রসঙ্গত, বিগত কয়েকদিনে আরজি কর ধর্ষণ ও খুনের বিচারে ধৃতকে আদালতে আনার মুহূর্তে দেখা গিয়েছে একের পর এক নাটকীয় ঘটনা। লাগাতার মুখে খুলেছেন ধৃত সিভিক। বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে।

RG Kar Case: আরজি কর মামলার শুনানি চললেও আর আনা হবে না আদালতে, ধৃত সিভিকের জন্য এবার নতুন ব্যবস্থা
ধৃত সিভিক ভলান্টিয়রImage Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 24, 2024 | 12:57 PM

কলকাতা: শুনানি চলবে, কিন্তু আর আদালতে আনা হবে না আরজি কর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ারকে। আরজি কর ধর্ষণ ও খুনের বিচার পর্ব সোমবার থেকে হবে ভার্চুয়ালি। সিদ্ধান্ত হয়েছে এমনটাই। সংশোধনাগারে আলাদা ঘরে বসে ভার্চুয়ালি বিচার পর্বে অংশ নেবেন অভিযুক্ত। নিরাপত্তার কারণে শিয়ালদহ আদালতে তাঁকে সশরীরে হাজিরা না করিয়ে ভার্চুয়াল এই বিচার পর্ব চালানোর সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। 

তবে আদালতে দুই তরফের আইনজীবী, সাক্ষী সকলে উপস্থিত থাকবেন বলে খবর। বিচার পর্ব চলবে রুদ্ধদ্বার কক্ষেই। জেলেও থাকছে একই ব্যবস্থা। জেলে রুদ্ধদ্বার কক্ষে শুধুমাত্র ধৃত সিভিক ক্যামেরার সামনে বসে থাকবেন। তিনি সমস্তটাই শুনতে পারবেন। কারা রক্ষীরা ঘরের বাইরে পাহারারত অবস্থায় থাকবেন। তবে যে যে দিন আইডেন্টিফিকেশন অর্থাৎ কোনও সাক্ষীর মাধ্যমে তাঁকে চিহ্নিত করণের বিষয় থাকবে সেদিন আদালতে নিয়ে আসা হবে ধৃত সিভিককে। 

প্রসঙ্গত, বিগত কয়েকদিনে আরজি কর ধর্ষণ ও খুনের বিচারে ধৃতকে আদালতে আনার মুহূর্তে দেখা গিয়েছে একের পর এক নাটকীয় ঘটনা। লাগাতার মুখে খুলেছেন ধৃত সিভিক। বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে। নিজেকে বারার নির্দোষ বলেও দাবি করেছেন। বলেছেন ফাঁসানোর কথাও। এরইমধ্যে তাঁকে নিয়ে আসা পুলিশের গাড়ি বদলের ছবিও দেখা গিয়েছে। বেড়েছে পুলিশি প্রহরা। কয়েকদিন আগে তো অবার জোরে গাড়ি চাপড়াতে দেখা গেল পুলিশ কর্মীদের। তীব্র শব্দে বেজেছিল হর্ন। এরইমধ্যে এবার নতুন সিদ্ধান্ত। তা ঘিরেই চলছে চর্চা।