
কলকাতা: আয়ুর্বেদ থেকে এফএমসিজি, সব ক্ষেত্রেই নিজেদের ছাপ রেখে চলেছে বাবা রামদেবের পতঞ্জলি। কৃষিক্ষেত্রেও রাখছে বড় ছাপ। আধুনিক সরঞ্জাম, ডিজিট্যাল অগ্রগতিকে কাজে লাগিয়ে কীভাবে ভারতের কৃষিক্ষেত্রের উন্নতি সাধন করা যেতে পারে সে বিষয়ে নিরন্তর গবেষণা চালাচ্ছে পতঞ্জলি। ফসল কেনা-বেচা থেকে শুরু করে বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহের জন্য ডিজিটাল প্রযুক্তি এবং ডেটার ব্যবহার করা হচ্ছে।
গবেষণায় দেখা গিয়েছে কৃষিতে ডিজিটাল এবং ডেটা ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করলে সুফল পাওয়া যেতে পারে। চাষিদেরও অনেক সুবিধা হবে। উঠে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার কথাও। গবেষণা থেকেই উঠে আসছে আগামী এআই-র যথাযথ ব্যবহার কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন অনেকটাই বাড়িয়ে যেতে পারে। সামগ্রিকভাবে চাষাবাদের ক্ষেত্রে সাহায্য পাওয়া যেতে পারে।
এআই/এমএল অ্যালগরিদমের উপর নির্মিত রিমোট সেন্সিং, স্মার্ট সেন্সর এবং আইওটি-ভিত্তিক ডিভাইসের মতো ডেটা-চালিত প্রযুক্তি কৃষিক্ষেত্রে কার্যত বিপ্লব আনতে পারে। সোজা কথায়, পতঞ্জলির গবেষণা বলছে, ভারতীয় কৃষিক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ভবিষ্যৎ অপরিসীম। ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে চাষবাদের ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনা সম্ভব। ডেটা-চালিত সিস্টেম থেকে ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে কৃষি খামারগুলিকে কাজে লাগানো যেতে পারে। জল, সার এবং অন্যান্য রাসায়নিকের ব্যবহারও হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ।