
কলকাতা: যুবভারতীতে মেসির সঙ্গে ছবি বিতর্কের জের! আর তাতে মঙ্গলবার দিনভার তপ্ত রাজ্য রাজনীতি। প্রথমে মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট পেশ। তাতে পুলিশ প্রশাসন ও আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন। তারপরই রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে শোকজ। তারপরই ক্রীড়ামন্ত্রী পদ অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অরূপ বিশ্বাসের চিঠি, আর তার ইচ্ছাপ্রকাশে মুখ্যমন্ত্রীর সম্মতি-দিনভর এই খবর শিরোনামে। কিন্তু তারপরও অরূপ বিশ্বাসের গ্রেফতারির দাবিতে সরব হন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি বলেন সবটাই ‘আইওয়াশ’, নাটক। এবার নিজের সামাজিক মাধ্যমে ওই চিঠির ছবি পোস্ট করেন শুভেন্দু। আর চিঠিতে ‘ক্রীড়ামন্ত্রী’ শব্দবন্ধের বানান ভুল লেখা নিয়ে মন্ত্রীকে কটাক্ষ করলেন।
হাতে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন অরূপ। সেই চিঠি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। তাতে দেখা যায়, চিঠিতে লেখা ‘ক্রীড়ামন্ত্রী’ ও ‘পরিপ্রেক্ষিতে’ দুটি শব্দবন্ধের বানান ভুল রয়েছে। লেখা রয়েছে ‘ক্রিয়ামন্ত্রী’ ও ‘পরিপেক্ষিতে’। যুবভারতী ক্রীড়াঙ্গন বানান লেখা ছিল ‘ক্রিয়াঞ্জনে’। আর সেই চিঠির ছবি পোস্ট করে লাল কালিতে শব্দ দুটো মার্ক করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য, ‘ক্রিয়ামন্ত্রী’র থেকে মানুষ অব্যাহতি চাইছেন।”
যেমন ছাত্র তেমন দিদিমণি !!!
পশ্চিমবঙ্গের এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য, ‘ক্রিয়ামন্ত্রী ও মূর্খমন্ত্রী’ উভয়ের কাছেই জনগণ অব্যাহতি চাইছেন !!! pic.twitter.com/QuCrQAzWWv
— Suvendu Adhikari (@SuvenduWB) December 17, 2025
স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকালই মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের ইচ্ছায় সম্মতি জানিয়ে, তাঁকে আপাতত অব্যাহতি দিয়েছেন। সূত্রের খবর, এই দফতর আপাতত নিজের হাতেই রাখবেন মুখ্যমন্ত্রী।