Biman Banerjee: ‘পুলিশ আর একটু সংবেদনশীল হলে পারত’, বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়

Biman Banerjee: পুলিশ দাবি করেছে, গত বৃহস্পতিবার সল্টলেক চত্বরে আটকে থাকা সরকারি কর্মীদের বের করার জন্যই আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছিল তারা।

Biman Banerjee: পুলিশ আর একটু সংবেদনশীল হলে পারত, বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়
বিমান বন্দ্য়োপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 17, 2025 | 1:13 PM

ক্যানিং: বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের অভিযানে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনায় আহত হন একাধিক আন্দোলনকারী। অন্য়দিকে, পুলিশ দাবি করেছে, বাধ্য হয়ে ন্যুনতম বলপ্রয়োগ করেছে তারা। আন্দোলনকারীদের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগও তুলেছে তারা। শাসক দলের নেতাদের দাবি, মুখ্যমন্ত্রী পাশে থাকা সত্ত্বেও, কেন এত তীব্র আন্দোলন! সেই ইস্যুতে এবার মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুলিশ আর একটু সংবেদনশীল হলে পারত।” তবে শিক্ষকদের বিকাশ ভবনের তালা ভেঙে ঢোকার ঘটনাকে সমীচিন বলে মনে করছেন না তিনি। বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, “তালা ভেঙে যেভাবে ভিতরে ঢোকা হয়েছে, যেভাবে গেট ভেঙে দেওয়া হয়েছে, তা আমি সমর্থন করতে পারি না।” তিনি আরও উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী নিজে চাকরিহারাদের পাশে রয়েছেন।

উল্লেখ্য, পুলিশ দাবি করেছে, গত বৃহস্পতিবার সল্টলেক চত্বরে আটকে থাকা সরকারি কর্মীদের বের করার জন্যই আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছিল তারা।

এদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৯ জুন বিধানসভা অচল করে দেওয়া হবে। এ কথা শুনে স্পিকার বলেন, “আগে ৯ তারিখ আসুক, তারপর দেখা যাবে।”