ATM থেকে টাকা তুলতে গিয়েই সব শেষ! খাস কলকাতায় মাথায় হাত গ্রাহকদের, গায়েব লক্ষ লক্ষ টাকা

ATM Fraud: শুক্রবার রাতেই কিশোর ভারতী স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে থাকা ওই এটিএম থেকে টাকা তুলতে যান বলাই সর্দার নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, এটিএম মেশিনে কার্ডটি দেওয়ার পর তা বেশ কিছুক্ষণ সেটি আটকে যায়।

ATM থেকে টাকা তুলতে গিয়েই সব শেষ! খাস কলকাতায় মাথায় হাত গ্রাহকদের, গায়েব লক্ষ লক্ষ টাকা
চিন্তায় গ্রাহকেরা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 15, 2025 | 8:49 AM

কলকাতা: রাতের অন্ধকারে বড়সড় ‘অপারেশন’ দুষ্কৃতীদের। চুপিসারে খাস কলকাতার বুকে জমজমাট জায়গা থাকা এটিএম থেকে গায়েব হয়ে গেল লক্ষ লক্ষ টাকা। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায়। সার্ভে পার্ক থানার অন্তর্গত কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এসবিআই এটিএম থেকে লক্ষ টাকা চুরির অভিযোগ। শুক্রবার রাতেই খবর যায় পুলিশের কাছে। যাঁদের টাকা খোঁয়া যায় তাঁরা ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

শুক্রবার রাতেই কিশোর ভারতী স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে  থাকা ওই এটিএম থেকে টাকা তুলতে যান বলাই সর্দার নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, এটিএম মেশিনে কার্ডটি দেওয়ার পর তা বেশ কিছুক্ষণ সেটি আটকে যায়। অনেক চেষ্টার পর হেল্পলাইনে ফোন করেন। সেখান থেকেই বেশ কিছু নির্দেশ দেওয়া হয়। যা বলা হয় তা করেন। যদিও শেষ পর্যন্ত কার্ড না বের করতে পেরে বাড়ি চলে যান তিনি। কিন্তু, কে জানত অপেক্ষা করে আছে আরও বড় বিপদ।  

দেখা যায় তাঁর অ্যাকাউন্ট থেকে তিনবারে মোট ২৫ হাজার টাকা তোলার মেসেজ এসেছে। মেসেজ পাওয়ার পর তিনি এটিএমে যান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।  আরও বেশ কয়েকজনের টাকা খোয়া গেছে বলেও জানা যায়। যাদের মধ্যে একজন লক্ষাধিক টাকা খুইয়েছেন বলে অভিযোগ করেন। সার্ভে পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ঘটনার তদন্তে পুলিশ।