Attacked On TV9 Bangla: ছবি তুলতে বাধা! প্রশ্ন করতেই TV9 বাংলার প্রতিনিধির কলার চেপে ধরল পুলিশ, ধরা পড়ল ক্যামেরায়
Attacked On TV9 Bangla: প্রথম থেকেই এই অভিযানে সংবাদমাধ্য়মকে ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল। প্রতিনিধি সৌরভ দত্ত সাংবাদিক হিসাবে পুলিশকে সে প্রশ্নই করতে থাকেন লাগাতর। তখনই এক পুলিশ কর্মী তাঁর কলার ধরে টেনে নিয়ে যান। সঙ্গে সঙ্গেই সেখানে চলে আসেন উচ্চ পদস্থ কর্তারা।

কলকাতা: বিজেপির ‘কালীঘাট চলো’ অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড এক্সাইড মোড়ে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। তারই মাঝেই আক্রান্ত TV9 বাংলার প্রতিনিধি। এক পুলিশ কর্তা TV9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্তের কলার চেপে ধরে নিয়ে যান। সেই ছবি ধরা পড়ে সংবাদমাধ্য়মের ক্যামেরায়।
প্রথম থেকেই এই অভিযানে সংবাদমাধ্য়মকে ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল। প্রতিনিধি সৌরভ দত্ত সাংবাদিক হিসেবে পুলিশকে সে প্রশ্নই করতে থাকেন লাগাতার। তখনই এক পুলিশ কর্মী তাঁর কলার ধরে টেনে নিয়ে যান। সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে যান উচ্চপদস্থ কর্তারা। তাঁরা সৌরভ দত্তকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
TV9 বাংলার প্রতিনিধি জানান, কেন তাঁর কলার চেপে ধরা হয়েছে, সে বিষয়ে তিনি ‘সাহেবে’র সঙ্গে কথা বলবেন। ‘সরি’ বলে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন অন্যান্য পুলিশ কর্মীরা। অন্যান্য সংবাদমাধ্যমেরা কর্মীরাও এ বিষয়ে সোচ্চার হন। তাঁরা একাধিকবার একই প্রশ্নে অনড় থাকেন, কেন এক জন সাংবাদিকের কলার চেপে ধরা হল?
ভিড়ের মাঝে কার্যত পালিয়ে যান ওই পুলিশ কর্মী। প্রতিনিদি বলেন, “প্রথম থেকেই আমাদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছিল। যে সমস্ত মহিলা বিজেপি কর্মীদের আটক করা হয়েছিল, তাঁদের বক্তব্য নিতে যাব, সেটাই স্বাভাবিক। আমরা প্রিজন ভ্যানের কাছে যাই। কিন্তু মহিলা পুলিশকর্মীদের এগিয়ে দেওয়া হয়। তাঁদের বক্তব্য নেওয়ার সময়েই মহিলা পুলিশ কর্মীরা উত্তেজিত হয়ে বলতে শুরু করলেন, আমরাই নাকি তাঁদের গায়ে হাত দিচ্ছি। পুলিশ কর্তা বুম ধরে সরিয়ে দেন। এটা ক্যামেরাতেও ধরা রয়েছে, সংবাদমাধ্যমের কর্মীদের তরফে এমন কিছুই করা হয়নি, যাতে অপ্রীতিকর পরিস্থিতি হয়। গোটা ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করার কাজ করছিলাম, তাতেই এই ঘটনা।”





