VIDEO: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের ছক! সব ধরা পড়ল BSF-র ক্য়ামেরায়

Cow Smuggling: কীভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের ছক কষেছিল পাচারকারীদের দল? সব এবার ধরা পড়ল বিএসএফ-এর এই ক্যামেরায়। এই উন্নত ও শক্তিশালী নাইট ভিশন ক্যামেরার সাহায্যে গরু পাচারের ছক বানচাল করলেন সীমান্তরক্ষী বাহিনীর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।

VIDEO: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের ছক! সব ধরা পড়ল BSF-র ক্য়ামেরায়
বিএসএফ-এর ক্যামেরায় ধরা পড়ল গরু পাচারের চেষ্টাImage Credit source: Twitter

| Edited By: Soumya Saha

Nov 10, 2023 | 5:09 PM

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ-এর নজরদারিতে এখন সঙ্গী শক্তিশালী নাইট ভিশন ক্যামেরা। বিএসএফ-এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার চলতি বছরেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ইনস্টল করেছে এই অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তি যুক্ত ক্যামেরা। সেই ক্যামেরার এবার ধরা পড়ল সীমান্তে গরু পাচারের চেষ্টা। কীভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের ছক কষেছিল পাচারকারীদের দল? সব এবার ধরা পড়ল বিএসএফ-এর এই ক্যামেরায়। এই উন্নত ও শক্তিশালী নাইট ভিশন ক্যামেরার সাহায্যে গরু পাচারের ছক বানচাল করলেন সীমান্তরক্ষী বাহিনীর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।

বিএসএফ-এর তরফে সেই গরু পাচারের চেষ্টার ছবি শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডেলে। তাতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে একদল পাচারকারী মাঠের মধ্যে দিয়ে গরু নিয়ে যাচ্ছিল। এরপর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের ধরার চেষ্টা করতেই দৌড়াদোড়ি শুরু হয়ে যায়। চাষের ক্ষেতের মধ্যে ভয়ে ছোটাছুটি শুরু করে দেয় গরুগুলি। সেই ছবি সীমান্তরক্ষী বাহিনীর অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন নাইট ভিশন ড্রোন ক্যামেরার ধরা পড়েছে। বিএসএফ জওয়ানদের তৎপরতায় ওই অভিযান শেষে তিনটি গরুকে পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করা সম্ভব হয়।

বিএসএফ-এর এই অতি শক্তিশালী নাইট ভিশন ড্রোন ক্যামেরায় জওয়ানদের সাফল্যের দৃশ্য এর আগেও ধরা পড়েছিল। গত সেপ্টেম্বর মাসেই রাতের অন্ধকারে সীমান্ত লাগোয়া এলাকায় ঘুর ঘুর করা কয়েকজনকে পাকড়াও করেছিলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বিএসএফ সূত্রে খবর, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে চোরা অনুপ্রবেশের চেষ্টা চলছিল। সেক্ষেত্রেও সাফল্যও এসেছিল  বিএসএফ-এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬ নম্বর ব্যাটেলিয়নের হাত ধরেই।