
কলকাতা: আটকে রয়েছে চিঙড়িহাটার কাছে ৩৬৬ মিটার মেট্রোর কাজ। তা সম্পূর্ণ করার ছাড়পত্র দিচ্ছে না বলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে কলকাতা মেট্রোর কর্তৃপক্ষ। সম্প্রতি, কলকাতায় নতুন তিন রুটে মেট্রোর উদ্বোধন করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডিকে। স্পষ্ট বলেছিলেন, “রাজ্য সরকার কেন জমি দিচ্ছে না সেটা তারাই বলতে পারবেন। আমাদের তরফে বারবার করে রাজ্য সরকারের কাছে জানানো হয়েছে, কিন্তু তারপরও দেয়নি।” আর এবার ফের একই ইস্যুতে রাজ্যকে চিঠি আরভিএনএল’র (Rail Vikash Nigam Limited)। গৌরকিশোর মেট্রোর নির্মাণ সম্পূর্ণ। বাকি রয়েছে ৩৬৬ মিটার অংশের গার্ডারের কাজটুকু। সেই কাজ শেষ করার জন্য ফের রাজ্যকে চিঠি মেট্রোর। ‘এবার অন্তত কাজটুকু শেষ করতে দিন’ আবেদন মেট্রো কর্তৃপক্ষের।
রাজ্য সরকার ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দাবি করেছে, ওই অংশে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন চালু হলে সাধারণ মানুষের যাতায়াতের চাপ বাড়বে। গাড়ির চাপ বাড়বে। যানজট বৃদ্ধি পাবে। মেট্রোকে তাহলে চিংড়িহাটা আন্ডার পাস করে দিতে হবে।
এবার আরভিএনএল এবং কলকাতা মেট্রোর তরফে রাজ্য সরকারকে চিঠি লিখে জানানো হলো, গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন সম্পূর্ণ তৈরি হয়ে গেলেও তারা চালু করবে না যতদিন না আন্ডার পাস তৈরি করা হচ্ছে। অর্থাৎ আন্ডারপাসও তারা তৈরি করে দেবে বলে দাবি করেছে। তবে ততদিন গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
এবার অন্তত ওই ৩৬৬ মিটার অংশে কাজ করার অনুমতি দেওয়া হোক। মাত্র ৯ ঘণ্টা যদি রাতের সময় দেওয়া হয় তাহলে মেট্রো কাজ সম্পূর্ণ করে দেবে। সংশ্লিষ্ট চিঠিতে জানিয়েছেন কলকাতা মেট্রো এবং আরভিএনএল-এর কর্তারা। মঙ্গলবার এই বিষয়ে মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। তার আগে এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
মূলত, গৌর কিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার, এই তিনটি মেট্রো স্টেশন সম্পূর্ণ তৈরি হয়ে পড়ে রয়েছে। অভিযোগ, রাজ্যের খামখেলিপনার জন্য এবার গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন তৈরি হয়েও আপাতত চালু না করার সিদ্ধান্ত।অন্তত তাতে যদি রাজ্য সরকার অনুমতি দেয়, তাহলে সামান্য ওইটুকু অংশ কাজ শেষ করা যাবে বলেই দাবি মেট্রোর আধিকারিকদের।