SSKM hospital: এবার নিজের কলেজেই প্রবেশ করতে পারবেন না অভীক দে, সিদ্ধান্ত SSKM-র

Sourav Dutta | Edited By: সঞ্জয় পাইকার

Sep 10, 2024 | 1:44 AM

SSKM hospital: গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে 'তিলোত্তমা'-র দেহ উদ্ধারের পর কয়েকটি ছবি সামনে আসে। লাল জামা পরিহিত এক যুবককে দেখা যায় ওই সেমিনার হলে। প্রশ্ন উঠে, তিনি কে?

SSKM hospital: এবার নিজের কলেজেই প্রবেশ করতে পারবেন না অভীক দে, সিদ্ধান্ত SSKM-র
নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এসএসকেএম হাসপাতালে ঢুকতে পারবেন না অভীক দে

Follow Us

কলকাতা: তাঁকে সংগঠন থেকে বরখাস্ত করেছে তৃণমূল ছাত্র পরিষদ। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে বর্ধমান মেডিক্যাল কলেজ। এবার নিজের কলেজ এসএসকেএম-কেই ঢুকতে পারবেন না পিজিটি পড়ুয়া অভীক দে। যতদিন না তিনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন তিনি এসএসকেএম-এ প্রবেশ করতে পারবেন না। সোমবার কলেজ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে ‘তিলোত্তমা’-র দেহ উদ্ধারের পর কয়েকটি ছবি সামনে আসে। লাল জামা পরিহিত এক যুবককে দেখা যায় ওই সেমিনার হলে। প্রশ্ন উঠে, তিনি কে? লালবাজারের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল, ওই যুবক ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট। এরপরই জানা যায়, ওই যুবক এসএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট প্রথম বর্ষের ট্রেনি। প্রশ্ন উঠে, এসএসকেএম-র জুনিয়র ডাক্তার ওইদিন আরজি করে কী করছিলেন?

অভীক দের বিরুদ্ধে বর্ধমান মেডিক্যালেও “দাদাগিরি’র অভিযোগ উঠে। বর্ধমান মেডিক্যাল কলেজ সিদ্ধান্ত নেয়, তাদের কলেজে ঢুকতে পারবেন না অভীক দে। আবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর অভীক দেকে সংগঠন থেকে বরখাস্ত করে তৃণমূল ছাত্র পরিষদ।

এই খবরটিও পড়ুন

এদিন এসএসকেএম-র কলেজ কাউন্সিলের বৈঠকে অভীক দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠে। বৈঠকের শেষে জুনিয়র ডাক্তাররা জানান, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভীক দে কলেজ ও হস্টেল চত্বরে ঢুকত পারবেন না। আর এক চিকিৎসক রঞ্জিত সাহার বিরুদ্ধেও পদক্ষেপ করার দাবি উঠেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article