Ayan Shil Arrest: শান্তনু ঘনিষ্ঠ অয়নের বাড়ি থেকে উদ্ধার OMR-Sheet, একজন প্রোমোটারের বাড়িতে কীভাবে নিয়োগের নথি? চলছে জিজ্ঞাসাবাদ

সুজয় পাল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 19, 2023 | 2:56 PM

Ayan Shil Arrest: বেশ কিছু ওএমআর শিটও উদ্ধার হয়েছে। তল্লাশি মেলা নথির ভিত্তিতে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রমোটার অয়ন শীলকে। ইডি সূত্রে খবর, অয়নের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে বহু চাকরিপ্রার্থীর তালিকা ও নথি মিলেছে।

Ayan Shil Arrest: শান্তনু ঘনিষ্ঠ অয়নের বাড়ি থেকে উদ্ধার OMR-Sheet, একজন প্রোমোটারের বাড়িতে কীভাবে নিয়োগের নথি? চলছে জিজ্ঞাসাবাদ
অয়ন শীলের বাড়িতে তল্লাশি

Follow Us

কলকাতা: শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ইডি। তাঁর সল্টলেকের এফ ডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। বাড়ি থেকে উদ্ধার হয়েছে অ্য়াডমিট কার্ড-সহ নিয়োগ সংক্রান্ত একাধিক নথি। বেশ কিছু ওএমআর শিটও উদ্ধার হয়েছে। তল্লাশি মেলা নথির ভিত্তিতে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রমোটার অয়ন শীলকে। ইডি সূত্রে খবর, অয়নের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে বহু চাকরিপ্রার্থীর তালিকা ও নথি মিলেছে। এক জন প্রোমোটারের বাড়ি থেকে কীভাবে নিয়োগের নথি উদ্ধার হল, তা নিয়েই প্রশ্ন উঠছে। পুরসভার চাকরি সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে বলে খবর। ইডি-র বক্তব্য, অয়ন শীলের সঙ্গে দুর্নীতির যোগাযোগ অত্যন্ত স্পষ্ট। তাঁর সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিই তার প্রমাণ। প্রদীপ সিং প্রসন্ন রায় নামে যে দুজন মিডলম্যানকে গ্রেফতার করা হয়েছিল, তাঁদেরও এই ধরনের ব্যবসা ছিল, সল্টলেকে অফিস ছিল। সেখান থেকে গোটা বিষয়টি নিয়ন্ত্রিত হত।

অয়ন শীলের সঙ্গে এখনও কোনও প্রভাবশালী নেতার যোগাযোগের প্রমাণ মেলেনি। তবে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ স্পষ্ট বলে দাবি ইডি আধিকারিকদের। শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের ভাড়াবাড়িতেও তল্লাশি করা হয়। সিনেমা প্রযোজনার সঙ্গেও জড়িত অয়ন। সেখানে একাধিক কম্পিউটারের অ্যাক্সেস করতে পারছিলেন বা ইডি কর্তারা। অয়নের পাশাপাশি তাঁর বাবা-মাকেও জেরা হয়। কারণ ইডি-র হাতে এরকম একাধিক নথি এসেছে, যাতে তাঁর বাবা সদানন্দ শীলের সই রয়েছে। এখন এই অয়নের হাত কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Next Article