Recruitment Scam: অয়নের বান্ধবী শ্বেতাকে চিনতেন স্ত্রী কাকলি, কীভাবে? জানালেন নিজেই

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 25, 2023 | 9:29 PM

Recruitment Scam: অয়ন-শ্বেতার বিষয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে বিভিন্ন সূত্র মারফত। সেসব বিষয়ে কী জানতেন কাকলি? চিনতেন কি শ্বেতাকে?

Recruitment Scam: অয়নের বান্ধবী শ্বেতাকে চিনতেন স্ত্রী কাকলি, কীভাবে? জানালেন নিজেই
অয়ন-শ্বেতা-কাকলি

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার অয়ন শীল (Ayan Sil) নাকি ‘সোনার খনি’, এমনই দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তাঁর ‘সোনার খনি’ কতদূর ছড়িয়ে, সেই সব খুঁজতে তৎপর গোয়েন্দারা। এরই মধ্যে শনিবার দুপুর ১২টার কিছু সময় পরে ইডির দফতরে হাজির অয়নের স্ত্রী কাকলি শীল। না, কোনও জিজ্ঞাসাবাদের জন্য নয়। স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়নের সঙ্গে উঠে আসছে আরও একজনের নাম। শ্বেতা চক্রবর্তী। অয়ন শীলের বান্ধবী। অয়ন-শ্বেতার বিষয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে বিভিন্ন সূত্র মারফত। সেসব বিষয়ে কী জানতেন কাকলি? চিনতেন কি শ্বেতাকে? সেসব নিয়ে গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন অয়নের স্ত্রী কাকলি শীল। জানালেন, শ্বেতাকে তিনি চিনতেন।

তাহলে কি কামারহাটিতে মামা-ভাগ্নী পরিচয়ে অয়ন-শ্বেতার থাকার বিষয়ে যে তথ্য উঠে আসছে, সেই বিষয়েও জানতেন অয়নের স্ত্রী? সে বিষয়ে অবশ্য কোনও উত্তর করতে চাননি তিনি। জানালেন, শ্বেতা অয়নের কাছে এসেছিল ফ্ল্যাট নিতে। সেই সূত্রেই চেনেন। এর বেশি কিছু নয়। অয়নের বিপুল পরিমাণ সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে যেসব তথ্য উঠে আসছে সূত্র মারফত, সেই বিষয়েও তিনি কিছুই জানতেন না বলেই দাবি কাকলি শীলের। জানালেন, সংবাদমাধ্যমে এসব তথ্য জানার পর ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন তিনি। কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার তাঁকে জানিয়েছেন, সেরকম কোনও লেনদেন নেই তাঁর অ্যাকাউন্টে।

অয়নের সংস্থার ডিরেক্টর পদেও নাম রয়েছে কাকলির। সেসব বিষয়েও কিছুই জানেন না তিনি। বলছেন, ‘যখন সই করতে হয়েছে, চোখ বুজে সই করেছি। জানতাম, নিশ্চয়ই ঠিক করছে।’

কাকলি শীলের বক্তব্য, স্বামীর উপর তাঁর বিশ্বাস আছে। বললেন, ‘আমার স্বামী খুব বড় মনের মানুষ। ভগবানের উপর আমার বিশ্বাস আছে। ঠিক বিচার হবে। অয়ন অনেকের উপকার করেছে।’ তবে বিচারাধীন বিষয়ে বেশি কিছু মন্তব্যে করতে চাননি তিনি।

Next Article