Garia: গড়িয়ায় দেওয়ালে লেখা ‘আজাদ কাশ্মীর’, পরে ঢাকা হল কালো রঙ দিয়ে

Garia News: এই 'আজাদ কাশ্মীর' লেখা নিয়ে কম বিতর্ক হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে লেখা ছিল আজাদ কাশ্মীরের স্লোগান। মুক্ত প্যালেস্তাইনেরও দাবি জানানো হয়েছিল। সেই দেওয়াল লিখনের নিচে লেখা ছিল অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ-র নাম।

Garia: গড়িয়ায় দেওয়ালে লেখা আজাদ কাশ্মীর, পরে ঢাকা হল কালো রঙ দিয়ে
আগে ও পরেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 23, 2025 | 7:04 PM

কলকাতা: খাস কলকাতায় ফের ‘আজাদ কাশ্মীর’ স্লোগান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার গড়িয়া এলাকার একটি আবাসনের দেওয়ালে লেখা এই স্লোগান। কে বা কারা লিখেছে সেই নিয়েই উঠছে প্রশ্ন।

এই ‘আজাদ কাশ্মীর’ লেখা নিয়ে কম বিতর্ক হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে লেখা ছিল আজাদ কাশ্মীরের স্লোগান। মুক্ত প্যালেস্তাইনেরও দাবি জানানো হয়েছিল। সেই দেওয়াল লিখনের নিচে লেখা ছিল অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ-র নাম। আর এই দেওয়াল লিখন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। এর আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে(JNU) আজাদ কাশ্মীরের স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিতর্কও বেধেছিল। তপ্ত যাদবপুরে এবার দেওয়ালে এই স্লোগান লেখা নিয়ে বিতর্ক বেধেছে।

এই আবহ কাটতে না কাটতেই এবার গড়িয়ায় দেখা গেল দেওয়ালে লেখা আজাদ কাশ্মীর। সেই  লেখা দীর্ঘক্ষণ সেখানে ছিল। পরবর্তীতে দেখা যায় কালো রঙ কেউ প্রলেপ করে দিয়েছেন। আর এই বিষয়টি সামনে আসতেই তৈরি হচ্ছে রাজনৈতিক বিতর্ক। গড়িয়া কিংবা যাদবপুর, বারেবারে এই ধরনের দেওয়াল লিখন লেখা হচ্ছে ভারতের অবিচ্ছেদ একটা অংশকে নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই আজাদ কাশ্মীর লেখা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে জল গড়িয়েছিল। এই ঘটনার জল কোথায় গড়ায় সেইদিকেই নজর।