
মুর্শিদাবাদ: ছুটছিল মালদহ-আজিমগঞ্জ এক্সপ্রেস। কিন্তু তার মধ্যেই বড়সড় বিপত্তি। চলন্ত ট্রেনের উপর পড়ল বিদ্যুতের তার। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক্সপ্রেস ট্রেন। নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার মুখে ছিড়ে পড়ে তারটি।
স্থানীয় সূত্রে খবর, মালদহ থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মালদহ-আজিমগঞ্জ এক্সপ্রেস। নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার আগেই ছিঁড়ে পড়ে বিদ্যুতের তারটি। তখনই বিপত্তি। সঙ্গে-সঙ্গে দাঁড়িয়ে যায় ট্রেনটি। ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ধীরে-ধীরে যাত্রীদের নামানো হয় রেল স্টেশনে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও (সকাল ১০টা বেজে ১৪ মিনিট) দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। রক্ষণাবেক্ষণের অভাব ছিল নাকি অন্যকিছু তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
তবে, ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্যারেজে ঢোকার ঠিক আগে। যদি ব্যারেজের উপরই ট্রেনটি দাঁড়িয়ে থাকত তাহলে কী হত? যাত্রীরাই বা কোথায় নামতেন? এই প্রশ্ন কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এর আগেও বড়সড় দুর্ঘটনা ঘটনা এড়িয়েছিল ক্যানিং লোকাল। সোনারপুরে রেললাইনের উপর একটি গাড়িকে হিঁচড়ে নিয়ে গেল লোকাল ট্রেন। সোনারপুরের গণশক্তি মোড়ে একটি লেভেল বিহীন ক্রসিংয়ে ওই ঘটনা ঘটে। কোনও ক্রমে রক্ষা পায় ওই ছোটা হাতি গাড়ির চালক। ট্রেন আসার বিষয়টি আগে থেকে বুঝতে পেরে পালিয়ে যান তিনি।