কলকাতা: কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয়ের তদন্ত রিপোর্ট তৈরি করল কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ।মঙ্গলবার বিকালেই কলকাতা পৌরসভার কমিশনার ধবল জৈনের কাছে রিপোর্ট জমা পড়বে বলে সূত্রের খবর। পুরসভার কমিশনারের কাছ থেকে সেই রিপোর্ট মেয়র ফিরহাদ হাকিমের কাছে যাবে।
রিপোর্টে বিপর্যয়ের কারণ হিসেবে বেশ কয়েকটি বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
রিপোর্টে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে,
১) বাড়ি তৈরির সময় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের অনুমোদন আবশ্যিক ছিল। সেটা নেওয়া হয়নি।
২) লিফটিং এর কাজের জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, তা যথোপযুক্ত নয়।
৩) এই ধরনের বেঁকে থাকা বহুতল লিফটিং করে সোজা করার আগে মাটির মান পরীক্ষা করা প্রয়োজন। সেটা করা হয়নি।
৪) লিফটিংয়ের কাজ করার আগে অন্তত কয়েকদিন পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন ছিল। এমনকি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে এই কাজ করতে হতো। সেই নিয়ম না মেনেই কাজ করতে গিয়ে বিপত্তি।
৫) যেখানে বহুতল তৈরি হয়েছিল, সেখানে জলাভূমি ছিল বলে অভিযোগ উঠেছিল। কিন্তু NRSA ২০০৪ মানচিত্র অনুযায়ী ওই জমিতে কোনও জলাভূমি ছিল না।
৬) বহুতলটি সম্পূর্ণ অবৈধ ছিল। নেই কোন নির্মাণ নকশা। এমনকি যে নকশার ওপর ভিত্তি করে এই বহুতল তৈরি করা হয়েছিল, তারও হদিশ নেই।
৭) প্রোমোটারের একক সিদ্ধান্তে বহুতলের বিপর্যয়। পুরসভার এব্যাপারে যে নির্দিষ্ট নিয়ম কানুনগুলি রয়েছে, সেটাকে মান্যতা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, গত ১৪ তারিখ বাঘাযতীনে একটি ফ্ল্যাট বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জলাশয় বুঝিয়ে ওই ফ্ল্যাট বাড়িটি তৈরি করা হচ্ছিল। বাড়ির একাংশ হেলে যাচ্ছিল। তাই জন্য লিফটিংয়ের কাজ করান প্রোমোটার। আর ঠিক তার দুদিনের মধ্যেই ভেঙে পড়ে। লিফটিংয়ের কাজের জন্যই পৌরসভার অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এরপর ফ্ল্যাটবাড়িটিকে ভেঙে ফেলা হয়।