Baguiati: দুবাই থেকে কাতার-তুর্কি! চাইলেই মিলত ভিসা, কেষ্টপুরের সেই অফিসেই কি না এতকিছু?

Baguiati: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মোহনপুর এলাকার বাসিন্দা সাব্বির আলি মণ্ডল। গত ১৫ই ফেব্রুয়ারি বাগুইআটি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন তদন্তকারী আধিকারিকরা।

Baguiati: দুবাই থেকে কাতার-তুর্কি! চাইলেই মিলত ভিসা, কেষ্টপুরের সেই অফিসেই কি না এতকিছু?
এরাই এই সব করছিলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 29, 2025 | 6:04 PM

বাগুইআটি: বিদেশে চাকরি দেওয়ার নামে নকল ভিসা, নকল বিমানের টিকিট, নকল নিয়োগপত্র দেওয়ার অভিযোগে কেষ্টপুর অফিস থেকে গ্রেফতার চার অভিযুক্ত। উত্তর-প্রদেশ শ্রীরামপুরের বাসিন্দা। আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বাগুইআটি থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মোহনপুর এলাকার বাসিন্দা সাব্বির আলি মণ্ডল। গত ১৫ই ফেব্রুয়ারি বাগুইআটি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন তদন্তকারী আধিকারিকরা। এরপর বাগুইহাটি থানার অন্তর্গত কেষ্টপুরে অফিস তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা হলেন রাজকুমার রাও (৩১)। তিনি  উত্তর প্রদেশের বাসিন্দা। বিবেক কুমার প্যাটেল (৩৭)। তিনিও উত্তর উত্তরপ্রদেশের বাসিন্দা। মইনুদ্দিন শাহ (৫৪)। তিনিও উত্তর প্রদেশের বাসিন্দা। জিৎ দাস (১৮) শ্রীরামপুরের বাসিন্দা। এদের প্রত্যেককেই গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ ।

অভিযুক্তদের দাবি, বিভিন্ন মানুষকে দুবাই-সৌদি-আরব-কাতার-ইরাক-তুর্কি-কুয়েতের মতো বিভিন্ন দেশে ভিসা পাইয়ে চাকরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণে টাকা আত্মসাত করছিল এরা। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এর আগে শ্রীরামপুরে এই ধরনের অফিস খুলে সেখানে বহু মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করেছিলেন। এমনকী কেষ্টপুরে অফিসও খুলেছিলেন। অভিযোগ, সেখানেই অফিস খুলে বিদেশে চাকরি দেওয়ার নাম করে অরিজিনাল পাসপোর্ট এবং টাকা নিতেন অভিযুক্তরা। তার পরিবর্তে নকল ভিসা নকল নিয়োগপত্র নকল বিমানের টিকিট দিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাত করার অভিযোগ ছিল ধৃত চারজনের বিরুদ্ধে।