কলকাতা: বাগুইহাটির প্রফুল্ল কাননে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলেন বিধাননগর পুর নিগমের কর্মী জহিরুল গোলদার, আব্দুল্লাহ আল জামান, সুব্রত ধর, অটো চালক তপন বোধক, রূপা বোধক। পুলিশ সূত্র মারফত খবর, বাগুইআটি একটি আবাসন থেকে মা ও মেয়ের জোড়া দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃতদের নাম গোপা রায়, ও সুদেষ্ণা রায়। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে গোপা রায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। মেয়েকে নিয়ে তিনি তাঁর ভাই গৌতমের ফ্ল্যাটে থাকতেন। সোমবার রাতে সেই ফ্ল্যাট থেকেই গোপা ও তাঁর মেয়ের দেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। সেখানে বেশ কয়েকজনের নাম লেখা ছিল। সেই সুইসাইড নোটের ভিত্তিতে মামা-সহ পাঁচ জনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা গোপা দের ভাই গৌতম দে বিধাননগর পুরসভার অস্থায়ী কর্মী। অভিযোগ, তিনি তার সুযোগ নিয়ে বাড়ির মিউটেশন ট্রেড লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য একাধিক ব্যক্তির থেকে বিপুল অঙ্কের টাকা তুলেছিলেন। কিন্তু সেই কাজ বহুদিন ধরে করিয়ে দিতে না পারার জন্য, তার ফ্ল্যাটে গত ১৮ তারিখে বিধান নগরের অস্থায়ী কর্মীরা চড়াও হন।
জানা যাচ্ছে, ওই ব্যক্তিরা একটি ডিড পেপারে সই করিয়ে নেন গৌতম ও গোপাকে দিয়ে। তাতে দেখা যাচ্ছে, ৩৫ লক্ষ টাকা এক মাসের মধ্যে দিতে হবে তাঁদের। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন গোপা। ঘটনার দিন মামা গৌতম বাড়িতে ছিলেন না। তারপর বাড়িতে ফেরার পর তিনি দেখেন, ভিতরে তাঁর ভাগ্নি ও বোনের দেহ পড়ে রয়েছে।
উদ্ধার হওয়া সুইসাইড নোটের ভিত্তিতে সোমবার পুরনিগমের তিন অস্থায়ী কর্মীকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নাম উঠে আসে অটোচালক তপন বোধক ও তাঁর স্ত্রী রূপা বোধকের। তাঁদেরকেও গ্রেফতার করা হয়। উদ্ধার হয় কার্বোলিক অ্যাসিডের একটি বোতল। ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার ধারায় মামলা রুজু করা হয়েছে।