কর্মসূত্রে বাইরে থাকেন স্ত্রী, জামাইকে প্রাতঃরাশ দিতে গিয়ে চোখ কপালে উঠল শাশুড়ির

Baguiati: রাহুল থিরানি নামে বছর ৪২-এর ওই যুবক ঘোষপাড়ার ফ্ল্যাটে থাকতেন। স্ত্রী থাকেন শিলংয়ে। সপ্তাহ দু'য়েক আগেই শিলং থেকে ফেরেন রাহুল।

কর্মসূত্রে বাইরে থাকেন স্ত্রী, জামাইকে প্রাতঃরাশ দিতে গিয়ে চোখ কপালে উঠল শাশুড়ির
নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2021 | 7:54 PM

কলকাতা: আবাসন থেকে উদ্ধার হল এক শেয়ার মার্কেট ব্যবসায়ীর ঝুলন্ত দেহ। রবিবার কেষ্টপুরের ঘোষপাড়ায় এক অভিজাত আবাসন থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ। জানা গিয়েছে, স্ত্রী কর্মসূত্রে শিলংয়ে থাকেন। দুই মেয়েও রয়েছে তাঁর। এদিন সকালে শ্বশুরবাড়ি থেকে খাবার দিতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। এরপরই নিরাপত্তারক্ষীকে ডেকে এনে দরজা ভাঙা হলে দেখা যায় ব্যবসায়ী ঝুলন্ত দেহ। দেহটি উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ।

স্থানীয়রা জানান, রাহুল থিরানি নামে বছর ৪২-এর ওই যুবক ঘোষপাড়ার ফ্ল্যাটে থাকতেন। স্ত্রী থাকেন শিলংয়ে। সপ্তাহ দু’য়েক আগেই শিলং থেকে ফেরেন রাহুল। পাশেই শ্বশুরবাড়ি। সেখান থেকেই খাবার আসত তাঁর। শনিবার রাতে যোগাযোগ করা যায়নি এই ব্যবসায়ীর সঙ্গে। রাতেই নিরাপত্তা রক্ষীকে বিষয়টি ফোনে জানান আত্মীয়। তবে সে সময় ওই রক্ষীর কাজ শেষ হয়ে যাওয়ায় তিনি বাড়ি চলে গিয়েছিলেন। তিনিই বলেন, রবিবার সকালে এসে খোঁজ নেবেন।

এরইমধ্যে রবিবার সকালের খাবার নিয়ে পৌঁছন শাশুড়ি। অভিযোগ, বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় নিরাপত্তা রক্ষীকে বিষয়টি জানান। তিনি এসে দরজা ভেঙে দেখেন রাহুলের ঝুলন্ত দেহ। এরপরই বাগুইআটি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কী কারণে এই ঘটনা তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন। অতিমারিকালে শেয়ার মার্কেটের ব্যবসায় কোনও রকম ক্ষতির মুখে পড়ে এই ঘটনা কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের নিয়োগে বড় ঘোষণা! ইন্টারভিউয়ের দিনক্ষণ, স্থান জানাল কমিশন

COVID third Wave