বাগুইআটি: ১৫ দিন পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত অধরা মূল অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ক্লাবে রাখা রয়েছে কাউন্সিলরের গাড়ি। কিন্তু এখনও বেপাত্তা তিনি। সঙ্গে অভিযুক্ত ছাত্রনেতা গোবিন্দ দাস। জীবনহানির আশঙ্কা করছেন আক্রান্ত প্রমোটার। প্রশ্ন উঠছে, পুলিশের নেটওয়ার্ক কি কোথাও ব্যর্থ? বিধাননগর কমিশনারেটের কমিশনার মুকেশ কুমারের কাছে সুরক্ষা চেয়ে আবেদন করা হয়েছে। এদিকে, সোমবার ধৃত দুই অভিযুক্তের পুলিশে হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। বারাসত আদালতে অভিযুক্তদের পেশ করা হবে। ধৃতদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, তোলাবাজি, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার বিধাননগরের এক প্রমোটারের কাছ থেকে ৩০ লক্ষ টাকা তোলা দাবি করার অভিযোগ ওঠে। তোলার টাকা না পেয়ে সেই প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থাতেই বাগুইআটি থানায় থান ওই প্রমোটার। কাঠগড়ায় বিধাননগর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর অনুগামীরা। তাঁর অনুগামী বাবাই, গোবিন্দ দাস, শুভেন্দু-সহ একাধিক জনের নাম করে আক্রান্ত।
ঘটনার পর থেকে অভিযুক্ত কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তারপর থেকে আর একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।