কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে নিত্য-নতুন অভিযোগ সামনে এসেছে। হুমকি, মারধর, ভাঙচুরের ঘটনায় আগেই মামলা হয়েছে আগেই। আর এবার হাইকোর্টের এজলাসে জমা দেওয়া হল কিছু ব্যালট পেপার। পিছনে রয়েছে প্রিসাইডিং অফিসারের সই। এইসব ব্যালট নাকি পড়েছিল রাস্তায়! এই সব ব্যালটে সিপিএমের প্রতীকে ভোট পড়েছে বলেই অভিযোগ। বুধবার গুরুতর এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী শামিম আহমেদ। বিচারপতি অমৃতা সিনহার এজলাসের জমা দেওয়া হয়েছে ব্যালটগুলি।
মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত শেষ হয়নি গণনা। তার আগেই এই গুরুতর অভিযোগ উঠল হুগলির জাঙ্গিপাড়ায়। হুগলির জাঙ্গিপাড়ায় গণনা কেন্দ্র ছিল ডিএন হাই স্কুল। অভিযোগ, সিপিএমের পক্ষে ভোট পড়া কয়েক’শ ব্যালট পেপার সেই স্কুলের পাশেই গড়াগড়ি যাচ্ছিল রাস্তায়। সেখান থেকেই ব্যালটগুলি তোলা হয়।
এই মামলায় বৃহস্পতিবার বেলা ২ টোয় বিডিও-কে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে ব্যালটগুলি পেপার রাস্তায় পাওয়া গেল, সে ব্যাপারে জবাব দিতে হবে বিডিও-কে। যে বুথে এই ভোট হয়েছে, সেখানে যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদের তালিকাও চেয়েছেন বিচারপতি। কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ ও ভিডিয়ো ফুটেজও জমা দিতে হবে আদালতে।
পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সিপিএম, বিজেপি, আইএসএফ অভিযোগ তুলেছে, তাদের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়নি। গণনাকেন্দ্র দখল নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গণনা নিয়ে প্রশ্নও তুলেছে হাইকোর্ট। আর এবার ব্যালট পেপার নিয়ে উঠল গুরুতর অভিযোগ।