Kolkata Airport: কিছুক্ষণের মধ্যেই উড়ে যাওয়ার কথা ছিল, ফ্ল্যাপ বিকল হয়ে কলকাতাতেই দাঁড়িয়ে রইল ব্যাঙ্ককের বিমান

Kolkata Airport: বিমানে ক্রু মেম্মার সহ ছিলেন ১৩৭ জন যাত্রী। দ্রুত গোলযোগ না মেটায় শেষ পর্যন্ত তাঁদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। আপাতত তাঁদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা।

Kolkata Airport: কিছুক্ষণের মধ্যেই উড়ে যাওয়ার কথা ছিল, ফ্ল্যাপ বিকল হয়ে কলকাতাতেই দাঁড়িয়ে রইল ব্যাঙ্ককের বিমান
কলকাতায় দাঁড়িয়ে রইল ব্যাঙ্ককের বিমান Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 05, 2025 | 2:25 PM

কলকাতা: কিছুক্ষণের মধ্যেই ব্যাঙ্ককের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল। তার আগেই বিমানে ধরা পড়ল বড়সড় যান্ত্রিক ক্রুটি। বিকল হয়ে গেল বিমানের ফ্ল্যাপ। রাতে ওড়ার কথা ছিলেও তা আর হল না। কলকাতা বিমানবন্দরেই দাঁড়িয়ে রইল ফ্লাইট SL243। 

বিমানে ক্রু মেম্মার সহ ছিলেন ১৩৭ জন যাত্রী। দ্রুত গোলযোগ না মেটায় শেষ পর্যন্ত তাঁদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। আপাতত তাঁদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা। বিমান বন্দর সূত্রে খবর,  শুক্রবার রাতে কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল ফ্লাইট SL243। কিন্তু যাত্রীরা বলছেন বোর্ডিং হয়ে গেলেও বিমানে উঠে তাঁরা দেখেন ভিতরে এসি কাজ করছেন না। বারবার অভিযোগ জানিয়েও কোনও শুরু হয়নি। যদিও তখনও তাঁরা জানেন না যে বিমানের ফ্ল্যাপটাই বিকল হয়ে বসে আছে। 

সূত্রের খবর, অবশেষে ভোর সাড়ে ৫টা নাগাদ যাত্রীদের বিমান থেকে নামানো হয়। তাঁদের থাকার জন্য বিমান সংস্থার তরফে এয়ারপোর্টের কাছেই হোটেলর ব্যবস্থা করা হয়েছে। আপাতত সেখানেই তাঁদের রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে এই প্রথম নয়, সাম্প্রতিককালে একাধিকবার কলকাতা বিমানবন্দরে একই সমস্যার ছবি দেখা গিয়েছে। যান্ত্রিক ক্রুটির জন্য বাতিল হয়ে গিয়েছে একাধিক উড়ান।