‘ইউনূসের সঙ্গে গোপনে বৈঠক করছেন করুন, তবে আপনাদের প্ল্যানিংটা ঠিক কী?’, মমতার নিশানায় কেন্দ্র
Modi-Yunus: মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, বিএসএফ সীমান্ত পাহারা দেয়। সেটা রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে। ফলে, কেউ যদি প্রবেশ করেও থাকে, তাহলে বিএসএফ কেন আটকাল না, সেই প্রশ্ন তুলেছেন মমতা।

কলকাতা: ঘটনার পর প্রায় চারদিন কেটে গেলেও এখনও স্পষ্ট নয়, মুর্শিদাবাদে অশান্তি ঘটাল কারা। বহিরাগত তত্ত্বের কথা উঠে এসেছে আগেও, তবে এবার সরাসরি বাংলাদেশ যোগের কথা তুলে কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলাদেশের পরিস্থিতি জানা সত্ত্বেও কেন বিএসএফ আটকাল না, এমন প্রশ্নও তুলেছেন তিনি। বুধবার নেতাজি ইন্ডোরে ওয়াকফ আইন সংক্রান্ত বৈঠকে বারবার কেন্দ্র ও বিএসএফ-এর ষড়যন্ত্রের তত্ত্ব শোনা গিয়েছে মমতার মুখে।
মমতার দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র বলেছে যে মুর্শিদাবাদের অশান্তির পিছনে বাংলাদেশিদের হাত আছে। এদিন সে কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্দেশে মমতা বলেন, “যদি আপনারা জানতেন, তাহলে ঢুকতে দিলেন কেন? এই কৈফিয়ত আপনাদের দিতে হবে।”
মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, বিএসএফ সীমান্ত পাহারা দেয়। সেটা রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে। ফলে, কেউ যদি প্রবেশ করেও থাকে, তাহলে বিএসএফ কেন আটকাল না, সেই প্রশ্ন তুলেছেন মমতা। তাঁর আরও প্রশ্ন, “বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানতেন না? জানতেন না পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে?’
এই প্রসঙ্গেই মোদী-ইউনূস বৈঠকের কথা উল্লেখ করেন তিনি। মমতা বলেন, “আপনি ইউনূসের সঙ্গে গোপন মিটিং করুন। দেশের ভাল হলে খুশি হব। কিন্তু আপনাদের প্ল্যানিংটা কী? কোনও এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে হিংসা ছড়ানো?” উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।





