Bangladeshi: এএসআই-এর গাড়ি ধাক্কা, তদন্তে নেমে পুলিশের জালে বাংলাদেশি অনুুপ্রবেশকারী

Bangladeshi: প্রাথমিকভাবে আজাদকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন,  ২০২৩ সালের অক্টোবর মাসে ভারতে এসেছিলেন তিনি। এই ঘটনায় বাংলাদেশি আজাদকে লুকিয়ে রাখতে সাহায্য করেছিলেন জাফর আলি শেখ নামে এক ব্যক্তি। জেরায় তাঁরও নাম উঠে এসেছে।

Bangladeshi: এএসআই-এর গাড়ি ধাক্কা, তদন্তে নেমে পুলিশের জালে বাংলাদেশি অনুুপ্রবেশকারী
দুর্ঘটনার তদন্তে নেমে জালে বাংলাদেশি অনুপ্রবেশকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 25, 2025 | 4:55 PM

কলকাতা:  কালীঘাটের সামনে কলকাতা পুলিশের এএসআই-এর গাড়িতে বাইক নিয়ে ধাক্কা। আর সেই দুর্ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ঘাতক বাইক চালক  আজাদ আদতে বাংলাদেশি। তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর তাঁর লাইলেন্স, আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তা খতিয়ে দেখে জানা গিয়েছে, সমস্ত নথি জাল করেই এদেশের নথি বানিয়েছিলেন আজাদ।

প্রাথমিকভাবে আজাদকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন,  ২০২৩ সালের অক্টোবর মাসে ভারতে এসেছিলেন তিনি। এই ঘটনায় বাংলাদেশি আজাদকে লুকিয়ে রাখতে সাহায্য করেছিলেন জাফর আলি শেখ নামে এক ব্যক্তি। জেরায় তাঁরও নাম উঠে এসেছে। তল্লাশি চালিয়ে উত্তর ২৪ পরগনার ন্যাজাট থেকে জাফরকেও গ্রেফতার করেছে পুলিশ। জাফরকে নিজের বড়দাদা পরিচয় দিয়ে আধার কার্ড বানিয়েছিলেন আজাদ। দু’জনের বাবার নাম একই রয়েছে আধার কার্ডে। বাংলাদেশি জাফরের বাড়িতে দীর্ঘদিন ভাড়া ছিলেন আজাদ।

সম্পর্ক সুদৃঢ় হতেই  জাফর আজাদকে এদেশের নথি বানিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তারপর জাফরকে দাদার পরিচয় দিয়েই বাংলাদেশি আজাদ এদেশের সমস্ত নথি বানিয়ে নেন তিনি। আজাদ শেখকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।