জঙ্গিরা যেন ‘গুপি-বাঘা’! ‘হাততালি’ মেরে ঢুকে যাচ্ছে বাংলায়, কীভাবে দেখুন

Passport: পাসপোর্ট পেতে গেলে অনলাইনে বা অফলাইনে আবেদন করতে হয়। দিতে হয় প্রয়োজনীয় নথি। সেগুলি খতিয়ে দেখার পর ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের ব্যবস্থা করা হয়। স্থানীয় থানা থেকে বাড়িতে খোঁজ নিতে যায় পুলিশ। কিন্তু এ যেন ম্যাজিকের মতো সবটা হয়ে যাচ্ছে!

জঙ্গিরা যেন গুপি-বাঘা! হাততালি মেরে ঢুকে যাচ্ছে বাংলায়, কীভাবে দেখুন
Image Credit source: GFX- TV9 Bangla

Dec 22, 2024 | 7:59 PM

টাকা দিলে নাকি সবই মেলে। এটা তাহলে নিছকই প্রবাদবাক্য নয়! আক্ষরিক অর্থেই পাওয়া যায় ‘সব’। যে পরিচয়পত্র দেখিয়ে বিদেশ যাত্রা করতে পারেন, যেটা তৈরি করতে আমাকে-আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়, সেই পাসপোর্টও পাওয়া যায় হাতে হাতে। এমনকী অন্য দেশের নাগরিক হয়েও ভারতের পাসপোর্ট হাতে নিয়ে দিব্যি ঘুরে আসা যায় আমেরিকা কিংবা ইউরোপ। খোঁজ নিলে দেখা যাবে পাড়ার অলি-গলিতে রয়েছেন এমন অনেক মানুষ। জাল পাসপোর্টের ‘জাল’ ছড়িয়েছে অনেক দূর। আপনার পাশের বাড়ির বাসিন্দার হাতে একটা ভারতীয় পাসপোর্ট আছে বলে, তাঁকে ভারতীয় ভেবে ভুলও করতে পারেন। গভীর উদ্বেগে লালবাজার, কলকাতাতেও ছড়িয়েছে জাল? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন