
টাকা দিলে নাকি সবই মেলে। এটা তাহলে নিছকই প্রবাদবাক্য নয়! আক্ষরিক অর্থেই পাওয়া যায় ‘সব’। যে পরিচয়পত্র দেখিয়ে বিদেশ যাত্রা করতে পারেন, যেটা তৈরি করতে আমাকে-আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়, সেই পাসপোর্টও পাওয়া যায় হাতে হাতে। এমনকী অন্য দেশের নাগরিক হয়েও ভারতের পাসপোর্ট হাতে নিয়ে দিব্যি ঘুরে আসা যায় আমেরিকা কিংবা ইউরোপ। খোঁজ নিলে দেখা যাবে পাড়ার অলি-গলিতে রয়েছেন এমন অনেক মানুষ। জাল পাসপোর্টের ‘জাল’ ছড়িয়েছে অনেক দূর। আপনার পাশের বাড়ির বাসিন্দার হাতে একটা ভারতীয় পাসপোর্ট আছে বলে, তাঁকে ভারতীয় ভেবে ভুলও করতে পারেন। গভীর উদ্বেগে লালবাজার, কলকাতাতেও ছড়িয়েছে জাল? ...