Bangladeshi Voter: ভোটার লিস্ট থেকে বাদ নিউটন, কমিশনে পরপর দুটি চিঠি পাঠাল ইডি

Bangladeshi Voter: ইডি পরপর দুটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশনে। প্রথমে জাল ভোটার কার্ড রয়েছে এমন ২৩ জন সন্দেহভাজনের তথ্য চেয়ে এবং পরবর্তীতে ৫৫ জন সন্দেহভাজন যাদের জাল ভোটার কার্ড তৈরি করেছে আজাদ তাদের সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে কমিশনের কাছে।

Bangladeshi Voter: ভোটার লিস্ট থেকে বাদ নিউটন, কমিশনে পরপর দুটি চিঠি পাঠাল ইডি
নিউটন দাসImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 12, 2025 | 8:26 PM

কলকাতা: সব বিতর্কের ইতি। অবশেষে বাংলাদেশি নাগরিক নিউটন দাসের নাম ভোটার তালিকা থেকে বাদ দিল নির্বাচন কমিশন। এর আগে ইডির হাতে ধরা পড়েন আজাদ মালিক। তাঁকে প্রাথমিকভাবে বাংলাদেশি নাগরিক মনে হলেও তদন্তে উঠে আসে যে তিনি আদতে একজন পাকিস্তানি। শুধু জাল পাসপোর্ট নয় জাল ভোটার কার্ড তৈরিতেও অভিযুক্ত আজাদ।

এই নিয়ে ইডি পরপর দুটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশনে। প্রথমে জাল ভোটার কার্ড রয়েছে এমন ২৩ জন সন্দেহভাজনের তথ্য চেয়ে এবং পরবর্তীতে ৫৫ জন সন্দেহভাজন যাদের জাল ভোটার কার্ড তৈরি করেছে আজাদ তাদের সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে কমিশনের কাছে। এরা সকলেই রানাঘাট, মধ্যমগ্রাম ও চাকদার বাসিন্দা।

সংশ্লিষ্ট জেলা শাসকদের তদন্ত করে এদের সম্পর্কে তথ্য দিতে নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সম্ভবত চলতি মাসেই জমা পড়বে সেই রিপোর্ট এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

সম্প্রতি নিউটনের একটি ছবি ভাইরাল হতেই, তাঁকে ঘিরে শোরগোল শুরু হয়। ওই ভাইরাল ছবিতে দেখা যায়, কাঁধে লাঠি নিয়ে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে সামিল নিউটন দাস। এরপরই প্রশ্ন ওঠে তবে কি নিউটন বাংলাদেশি নাগরিক? তাহলে কাকদ্বীপের ভোটার হলেন কীভাবে? সম্প্রতি তাঁকে নিয়ে বিস্তারিত রিপোর্ট চায় রাজ্য নির্বাচন কমিশন। কাকদ্বীপ মহকুমা শাসকের দফতর থেকে প্রথম রিপোর্টও জমা পড়ে দক্ষিণ ২৪ পরগনা নির্বাচন দফতরে। প্রথম রিপোর্টে সন্তুষ্ট না হয়ে দ্বিতীয়বার রিপোর্ট চাওয়া হয়।