Banglar Dairy: বাংলার ডেয়ারি দুধের দাম বাড়ল, নতুন দাম একনজরে

বাংলার ডেয়ারি দুধের লিটার প্রতি ২ টাকা দাম বাড়ল। বাংলার ডেয়ারির সমস্ত ধরনেরই দুধের দাম বাড়ছে।

Banglar Dairy: বাংলার ডেয়ারি দুধের দাম বাড়ল, নতুন দাম একনজরে
বাংলার ডেয়ারি দুধের দাম বাড়ল।

| Edited By: Sukla Bhattacharjee

Mar 16, 2023 | 10:19 PM

কলকাতা: মাদার ডেয়ারির পরিবর্ত হিসাবে পশ্চিমবঙ্গে বাংলার ডেয়ারি (Banglar Dairy) চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিশু থেকে বয়স্ক- সকলেরই অত্যন্ত জনপ্রিয় বাংলার ডেয়ারি। এবার বাংলার ডেয়ারি দুধের দাম বাড়ল। আজ, ১৬ মার্চ থেকেই বাংলার ডেয়ারি দুধের দাম বাড়ানো হল বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। হঠাৎ করে দুধের দাম একলাফে ২ টাকা বেড়ে যাওয়ায় কিছুটা হলেও বিরক্ত রাজ্যবাসী।

জানা গিয়েছে, ১৬ মার্চ, বৃহস্পতিবার থেকেই বাংলার ডেয়ারি দুধের লিটার প্রতি ২ টাকা দাম বাড়ল। বাংলার ডেয়ারির সমস্ত ধরনেরই দুধের দাম বাড়ছে। অর্থাৎ স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আয়ুশ টোনড মিল্ক, সুপ্রিম এসটিডি মিল্ক, সুস্বাস্থ্য খোলা দুধের দামও বাড়ল। তবে দাম বাড়লেও আমূল, রেড কাউ, মাদার ডেয়ারি দিল্লি এবং মেট্রো দুধের তুলনায় বাংলার ডেয়ারির দাম তুলনামূলকভাবে কম রয়েছে।

বাংলার ডেয়ারি দুধের কোন প্যাকেটের নতুন দাম কত হল, দেখে নেওয়া যাক একনজরে…
স্বাস্থ্য সাথী প্যাকেটের লিটার প্রতি নতুন দাম হল ৪২ টাকা। আয়ূশ টোনড মিল্ক ২০০ মিলির প্যাকেটের লিটার প্রতি নতুন দাম হল ৫৫ টাকা। আয়ূশ টোনড মিল্ক ৫০০ মিলির প্যাকেটের লিটার প্রতি নতুন দাম হল ৫০ টাকা। প্রাণসুধা; কাউ মিল্ক ৫০০ মিলি পাউচের লিটার প্রতি দাম বেড়ে হল ৪৮ টাকা, সুপ্রিম; এসটিডি দুধের ৫০০ মিলি পাউচের লিটার প্রতি দাম ৫২ টাকা এবং স্বাস্থ্য; লুজ মিল্কের লিটার প্রতি দাম বেড়ে দাঁড়াল ৩৬ টাকা।

বাংলার ডেয়ারি দুধের নতুন দাম।

বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে শিশু, বয়স্ক থেকে রোগীদের অন্যতম সুষম খাদ্য বাংলার ডেয়ারি দুধের দামও একলাফে লিটার প্রতি ২ টাকা বেড়ে যাওয়ায় কিছুটা হলেও অসন্তুষ্ট সাধারণ মানুষ। যদিও আমূল, রেড কাউ, মাদার ডেয়ারি দিল্লি এবং মেট্রো দুধের এই সমস্ত প্রোডাক্টগুলির দাম বাংলার ডেয়ারির তুলনায় এখনও বেশি রয়েছে।