STF: এবার খাস কলকাতায় উদ্ধার নিষিদ্ধ মাদক, STF ধরল ২ জনকে

Kolkata STF: গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার পোস্তা এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা। সাদা রঙের একটি পণ্যবাহী গাড়িতে করে পেটি ভর্তি ফেনসিডিল নামিয়ে অন্যত্র পাঠানো হচ্ছিল। সেই সময়ই অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলেন গোয়েন্দারা।

STF: এবার খাস কলকাতায় উদ্ধার নিষিদ্ধ মাদক, STF ধরল ২ জনকে
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2024 | 5:48 PM

কলকাতা: এবার খাস কলকাতায় উদ্ধার মাদক। প্রায় সাড়ে সাত হাজার বোতল ফেনসিডিল উদ্ধার হল তিলোত্তমা থেকে। গ্রেফতার দুজন পাচারকারী। এসটিএফ-এর গোয়েন্দারা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে অভিযুক্তদের।

গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার পোস্তা এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা। সাদা রঙের একটি পণ্যবাহী গাড়িতে করে পেটি ভর্তি ফেনসিডিল নামিয়ে অন্যত্র পাঠানো হচ্ছিল। সেই সময়ই অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলেন গোয়েন্দারা। গ্রেফতার হন চন্দ্রিকা প্রসাদ ও মহম্মদ রিজওয়ান। চন্দ্রিকা প্রসাদ ও মহম্মদ রিজওয়ান। ধৃতদের আজ আদালতে তোলার পর নিজের হেফাজতে নিয়েছে এসটিএফ।

এ দিকে, গতবছরে মালদহে ৩ লক্ষ টাকার জালনোট-সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ। জানা গিয়েছে, মালদহের সুজাপুর থেকে নাসিউল শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ব্রাউন সুগার পাচারের যে ছক কষা হচ্ছে সেই খবর আগেই গোপন সূত্রে পেয়েছিল সেশ্যাল টাস্ক ফোর্সের মালদা ও শিলিগুড়ি ইউনিট। এরপরই পাচারকারীদের ধরতে ইংরেজবাজার থানার অন্তর্গত বাধাপুকুর এলাকার ট্রাক স্ট্যান্ডের কাছে একটি ফাঁদ পাতা হয়। ওত পেতে বসেছিল টাস্ক ফোর্স। বিকালে দেখা যায়, একটি বাইকে চড়ে ওই এলাকায় দিয়ে যাচ্ছে তিন সন্দেহভাজন। মুহূর্তেই তাদের দাঁড় করিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ-তল্লাশি। পাওয়া যায় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার।