Bansdroni Suicide: বাঁশদ্রোণীতে উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার, কারণ খতিয়ে দেখছে পুলিশ

Bansdroni Suicide: জানা গিয়েছে, পূজা নামে ওই কিশোরী তাঁরই এই বান্ধবীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। শনিবার রাতেও পূজা ও তাঁর বান্ধবী ফ্ল্যাটে ছিলেন। গল্প করছিলেন তাঁরা।

Bansdroni Suicide: বাঁশদ্রোণীতে উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার, কারণ খতিয়ে দেখছে পুলিশ
আত্মঘাতী মডেল

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 17, 2022 | 12:15 PM

কলকাতা: শোওয়ার ঘর থেকে এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীতে। মৃতের নাম পূজা সরকার (১৯)। মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি মডেলিং করতেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, পূজা নামে ওই কিশোরী তাঁরই এই বান্ধবীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। শনিবার রাতেও পূজা ও তাঁর বান্ধবী ফ্ল্যাটে ছিলেন। গল্প করছিলেন তাঁরা। পূজার বান্ধবীর বক্তব্য অনুসারে, সেসময় পূজার ফোনে তাঁর বয়ফ্রেন্ডের ফোন আসে। তখন সে ওই জায়গা থেকে উঠে যান।

বান্ধবীর কথায়, ফোনে পূজাকে চিৎকার করতে শুনেছিলেন তিনি। তারপর পূজা অনেক রাত পর্যন্ত মদ্যপান করেন বলেও জানান তাঁর বান্ধবী। রাতে দীর্ঘক্ষণ মদ্যপানের পর পূজা বসে ছিলেন। তাঁর বান্ধবী তাঁকে শুতে যাওয়ার কথা বললেও, তিনি তা শোনেননি। পরে পূজা নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। সকালে ঘুম থেকে ওঠার পর পূজার বান্ধবী তাঁকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পাওয়ায়, তিনি ঘরের জানালা দিয়ে দেখেন। পূজাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি। পরে বাঁশদ্রোণী থানায় ফোন করে বিষয়টি জানান।

বাঁশদ্রোণী থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই পূজার মৃত্যু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আত্মঘাতী হয়েছে ওই তরুণী। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।

পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পূজার প্রেমিকের সম্পর্কে বান্ধবীর থেকে তথ্য নিচ্ছে পুলিশ। পূজার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।