
কলকাতা: লরি চালকের কাছ থেকে টাকা তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সেই ঘটনায় কার্যত তোলপাড় সমাজ মাধ্যম। এরপরই বড় পদক্ষেপ করল পুলিশ। পুলিশের বিরুদ্ধে অভিযোগের জন্য বিশেষ নম্বর চালু করলো ব্যারাকপুর কমিশনারেট।
আজ মঙ্গলবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে। সেখানে তারা বার্তা দিয়েছে, প্রতিবাদ করতে গিয়ে কেউ যেন আইন হাতে তুলে না নেয়। তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরপর একটি ফোন নম্বর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সংশ্লিষ্ট নম্বরটি হল, ৯৮৭৪৪৪৭৯২৯।
পুলিশের তরফে পোস্টে কী লেখা হয়েছে?
‘বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটি ভিডিয়ো চাঞ্চল্য সৃষ্টি করেছে যেখানে একজন মহিলাকে, অন ডিউটি সিভিক ভলান্টিয়ার এবং এক এএসআই-এর কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হুমকি এবং শাসাতে দেখা গিয়েছে। জন-সাধারণদের সূচিত করা হচ্ছে, কোনও অপ্রীতিকর অনৈতিক ঘটনা দেখলে সেটা দ্রুত আমাদের নিম্নলিখিত নাম্বরে শেয়ার করুন।’
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে লরি থেকে টাকা তোলার ঘটনাটি ঘটেছে। এক্সপ্রেসওয়ে দিয়ে হুস করে বেরিয়ে যাচ্ছে লরি। রাস্তার ধারে দাঁড়িয়ে পুলিশের গাড়ি। গাড়িতে বসে বরাহনগর থানার এসআই পুলকেশ পাত্র। রাস্তার পাশে দাঁড়িয়ে এক সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, লরির চালকদের কাছ থেকে তোলা তুলছিলেন তাঁরা। এরপরই মহিলা প্রতিবাদ করেন। ভিডিয়ো করেন। কার্যত মহিলার পা ধরতে দেখা যায় ওই পুলিশ আধিকারিকদের।