কলকাতা: ফের একগুচ্ছ লোকাল বাতিল হাওড়ায়। ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ। রেল ট্র্যাকের রক্ষনাবেক্ষন, ওভারহেড, সিগন্যালের কাজের জন্য বিগত কয়েক মাসেই প্রায় প্রত্যেক শনি ও রবিবার দফায় দফায় হাওড়া স্টেশনে বাতিল হয়েছে একাধিক লোকাল। সময় বদলে গিয়েছে একাধিক দূরপাল্লার ট্রেনেরও। প্রায়শই একই ছবি দেখা গিয়েছে শিয়ালদহতেও। এবার ফের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চারদিন হাওড়ায় ট্রেন বাতিলের ঘোষণা করে দিল পূর্ব রেল। একইসঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিতেও থাকছে বদল। কারণ অবশ্য একই।
রেলের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে ডিসেম্বরের ১, ২, ৪ ও ৫ তারিখ বাতিল থাকছে হাওড়া ও বর্ধমানের আপ ও ডাউনের দু’টি ট্রেন। হাওড়া থেকে বাতিল থাকছে আপ 36811। অন্যদিকে বর্ধমান থেকে বাতিল থাকছে ডাউন 36860।
তবে শুধু লোকাল নয়, একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। তালিকায় থাকছে 12254 ভাগলপুর – SMVT বেঙ্গালুরু অঙ্গা এক্সপ্রেস, 15228 মুজাফফরপুর – SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস, 22502 নতুন তিনসুখিয়া – SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস, 12508 শিলচর – তিরুবনন্তপুরম সেন্ট্রাল অ্যারোনাই এক্সপ্রেস, 12510 গুয়াহাটি – SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস। এদিকে নয়া সিদ্ধান্তে যাত্রীদের যে অসুবিধার মুখে পড়তে হবে তার জন্য অবশ্য এই বিবৃতিতে দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে।