কলকাতা: উপনির্বাচনের পর বিজেপিতে তরজার সুর আরও চড়ছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগ নিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কড়া বার্তা দিয়েছিলেন। নিশানা করেছেন ভোটের আগে দলে আসা নেতাদের। এর জবাব দেন বিজেপি নেতা তথাগত রায়। দিলীপ যাঁদের নিশানা করেছেন, তাঁদের কারা দলে এনেছেন, এ প্রশ্ন তোলেন তথাগত।
চার বিধানসভা কেন্দ্রে বিজেপির ভরাডুবির পর তিনি আরও আক্রমণাত্মক। সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তা দিয়েছেন তথাগত। উপনির্বাচনে শোচনীয় ফলের জন্য তিনি রাজ্য নেতৃত্বকে দায়ী করেছেন। বলেছেন, নরেন্দ্র মোদী ও অমিত শাহকে এ জন্য দায়ী করা যাবে না। তথাগতকে ফেসবুকে জবাব দিয়েছেন গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। তাঁর বক্তব্য, ভোট পরিচালনার দায়িত্ব অমিত শাহ নিজের হাতে নিয়েছিলেন। রাজ্য নেতাদের হাতে ক্ষমতা ছিল না।
তথাগতর ফেসবুক পোস্ট নিয়ে ইতিমধ্যেই চাপে দল। একদিনে দু’বার পোষ্ট করেছেন তথাগত। কখন দিলীপ ঘোষ, কখনও মোদী, অমিতশাকে নিয়ে। শেষে আরএসএস নেতা এবং বিজেপি র বিজেপি প্রার্থী রন্তিদেব সেন গুপ্ত মুখ খোলেন। জানা গিয়েছে, তথাগতর সব পোষ্ট দিল্লিতে পাঠানো হয়েছে। আলাদা করে আরএসএস সদর দফতরেও পাঠানো হয়েছে।
রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ঘরওয়াপসির পর সোশ্যাল মিডিয়ায় দলবদলুদের নিশানা করে ‘দালাল’ বলে পোস্ট করেছিলেন বর্তমান বিজেপির সহ সভাপতির দায়িত্বে থাকা দিলীপ ঘোষ। আর তাঁর সেই পোস্টকে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে কুরুচিকর আক্রমণ করলেন তথাগত। তিনি লেখেন, ‘দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন?…’ এর পর তথাগত যোগ করেন, ‘জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।’ (বানান অপরিবর্তিত)।
এখানেই থামেননি তথাগত রায়। উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা এই বিরোধী নেতা ফের কটাক্ষ করেন কৈলাস বিজয়বর্গীয়কে। একুশের ভোটে বিজেপি চলচ্চিত্র জগতের তিন তারকাকে প্রার্থী করার পর ‘নগরের নটী’ বলে কটাক্ষ করেছিলেন তথাগত। এবার কৈলাস বিজয়বর্গীয়কে নিশানা করে ফের এ নিয়ে তীব্র ভাষায় একটি ফেসবুক পোস্ট করেন তথাগত।
যদিও তাঁর এই সমালোচনামূলক পোস্টের প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ জানিয়েছেন টুইট-ফেসবুকেও সীমাবদ্ধ বিষয় নিয়ে তিনি মন্তব্য করবেন না। উল্লেখ্য, ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি পদে ছিলেন তথাগত রায়। উপনির্বাচনে দলের হারের পর তাঁর এহেন দুই পোস্ট নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: এখন অনেকটাই সুস্থ রাজ্যপাল, রাজভবনে সৌজন্য সাক্ষাতে বিরোধী দলনেতা