
কলকাতা: মাত্র ২২ বছর বয়সেই মৃত্যু বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের। জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরেই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তরুণ ক্রিকেটারের এমন আকস্মিক মৃত্যু নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠেছে, শরীরচর্চাই কি কাল হয়ে দাঁড়াচ্ছে!
বীরভূমের বোলপুরের বাসিন্দা প্রিয়জিৎ ঘোষ। শুক্রবার সকালে তিনি জিমে গিয়েছিলেন। এটা ছিল তাঁর প্রতিদিনের রুটিন। বিরাট কোহলির ভক্ত হওয়ায় কোহলির মতো শরীরচর্চা করতে পছন্দ করতেন প্রিয়জিৎ। তবে জিম করতে গিয়ে যে এভাবে মৃত্যু হতে পারে, তা কল্পনাও করেননি পরিবারের সদস্যরা।
২০১৮-১৯ মরশুমে সিএবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। আর সেই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন। সিএবি-র পক্ষ থেকে তাঁকে পুরস্কৃত করা হয়েছিল। তাঁর মধ্যে সম্ভাবনা দেখতেন অনেকেই। কিন্তু মাত্র ২২ বছর বয়সে থেমে গেল সেই সব সম্ভাবনা।
তবে প্রিয়জিতের মৃত্যু ভাবাচ্ছে চিকিৎসকদেরও। অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বেড়েই চলছে। জিম করতে করতে এভাবে মৃত্যুর ঘটনাও নতুন নয়। যিনি ক্রিকেট খেলেন, নিয়মিত শরীরচর্চা করেন, তিনি কেন এভাবে অসুস্থ হবেন, সেই প্রশ্নই উঠছে।