কলকাতা: রবির সকাল থেকেই আকাশের মুখ ভার। তবে ঘন কালোর মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল শনিবার রাত থেকেই। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে মাঝরাতেই মুষুলধারা চলেছে কলকাতা-সহ পার্শ্ববর্তী অনেক এলাকাতেই। তবে রবিবার সকাল থেকে আর তেমন বৃষ্টি হয়নি।
কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ১-২ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস।
উচ্চপর্যায়ের বিপর্যয় মোকাবিলা টিম যাচ্ছে উত্তরবঙ্গে। বন্যা কবলিত এলাকায় যাবে তারা। রবিবার টুইটারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেচ ও কৃষি দফতরের অধীনে এই দল সোমবার উত্তরবঙ্গে যাচ্ছে। মমতা টুইটারে লেখেন, ভারী বৃষ্টি, নদীতে জলপ্লাবনের জেরে সড়ক পরিষেবা ব্যাহত, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। জেলাশাসক, পুলিশসুপাররা ত্রাণকার্যে নেমেছেন। রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ। মমতা ব্যক্তিগতভাবেও নজরদারি চালাচ্ছেন।
Sending a high- level disaster management team tomorrow to flood- hit North Bengal under my Irrigation Minister and including Secretaries of Disaster Management, Irrigation and Agriculture. North Bengal districts have received heavy rainfall, rivers have swollen, roads have been…
— Mamata Banerjee (@MamataOfficial) July 16, 2023
এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশের আশেপাশে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
একইসঙ্গে আগামী মঙ্গলবার ১৮ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যদিও তা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয় কিনা তা সময় বলবে।
মৌসম ভবন বলছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, নাড়নাউল থেকে গোয়ালিয়ার, সিদ্ধি থেকে ডালটনগঞ্জ হয়ে হলদিয়ার উপর দিয়ে দক্ষিন-পশ্চিম দিকে গিয়েছে। সেখান থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত ছড়িয়ে রয়েছে।