Bengal, Kolkata Weather Live: রবির সকাল থেকেই মুখ ভার আকাশের, মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা

জয়দীপ দাস | Edited By: সায়নী জোয়ারদার

Jul 16, 2023 | 6:21 PM

Bengal, Kolkata Weather Live: রাত থেকেই বৃষ্টি চলছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। আগামী কয়েকদিনও বৃষ্টির ধারা জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Bengal, Kolkata Weather Live: রবির সকাল থেকেই মুখ ভার আকাশের, মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা
মেঘলা করে আসছে আকাশ।
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: রবির সকাল থেকেই আকাশের মুখ ভার। তবে ঘন কালোর মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল শনিবার রাত থেকেই। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে মাঝরাতেই মুষুলধারা চলেছে কলকাতা-সহ পার্শ্ববর্তী অনেক এলাকাতেই। তবে রবিবার সকাল থেকে আর তেমন বৃষ্টি হয়নি। 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Jul 2023 05:13 PM (IST)

    ভারী বৃষ্টির পূর্বাভাস

    কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ১-২ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস।

  • 16 Jul 2023 05:11 PM (IST)

    উত্তরবঙ্গে বিশেষ টিম

    উচ্চপর্যায়ের বিপর্যয় মোকাবিলা টিম যাচ্ছে উত্তরবঙ্গে। বন্যা কবলিত এলাকায় যাবে তারা। রবিবার টুইটারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেচ  ও কৃষি দফতরের অধীনে এই দল সোমবার উত্তরবঙ্গে যাচ্ছে। মমতা টুইটারে লেখেন, ভারী বৃষ্টি, নদীতে জলপ্লাবনের জেরে সড়ক পরিষেবা ব্যাহত, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। জেলাশাসক, পুলিশসুপাররা ত্রাণকার্যে নেমেছেন। রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ। মমতা ব্যক্তিগতভাবেও নজরদারি চালাচ্ছেন।


  • 16 Jul 2023 12:32 PM (IST)

    কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

    এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশের আশেপাশে।

  • 16 Jul 2023 12:23 PM (IST)

    বৃষ্টি কমছে উত্তরবঙ্গে

    উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

  • 16 Jul 2023 08:22 AM (IST)

    ফের ঘূর্ণাবর্ত?

    একইসঙ্গে আগামী মঙ্গলবার ১৮ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যদিও তা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয় কিনা তা সময় বলবে। 

     

  • 16 Jul 2023 08:22 AM (IST)

    কোথায় রয়েছে মৌসুমী অক্ষরেখা?

    মৌসম ভবন বলছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, নাড়নাউল থেকে গোয়ালিয়ার, সিদ্ধি থেকে ডালটনগঞ্জ হয়ে হলদিয়ার উপর দিয়ে দক্ষিন-পশ্চিম দিকে গিয়েছে। সেখান থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত ছড়িয়ে রয়েছে।