Bengal School Enrolments: ‘মৃত্যু’ হতে চলেছে ৩ হাজার স্কুলের! সত্যিই কি শিক্ষার ‘অন্তর্জলি যাত্রার’ শুরু?

Bengal School Enrolments: দেখা যাচ্ছে বোর্ডের পরীক্ষায় গত বছরগুলির থেকে কমছে পরীক্ষার্থীর সংখ্যা, যা স্কুলছুটের ইঙ্গিত দিচ্ছে! শিক্ষাবিদদের একাংশ বলছেন, সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির এই দশায় ক্ষয় ধরছে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায়।

Bengal School Enrolments: মৃত্যু হতে চলেছে ৩ হাজার স্কুলের! সত্যিই কি শিক্ষার অন্তর্জলি যাত্রার শুরু?
বন্ধ হতে চলেছে বাংলার ৩ হাজারেরও বেশি স্কুলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 12, 2025 | 6:15 PM

কলকাতা:  প্রাক্তন শিক্ষামন্ত্রী শ্রীঘরে। তাঁর সঙ্গীসাথীরা অর্থাৎ অধিকাংশ শিক্ষা দফতরের প্রাক্তন কর্তারাও জেলে। নিয়োগে দুর্নীতির ধাক্কায় শিক্ষক তো বটেই, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদেরও চাকরি গিয়েছে অজস্র। আর তার সম্যক প্রভাব পড়ছে বাংলার শিক্ষাব্যবস্থায়। দেখা যাচ্ছে বোর্ডের পরীক্ষায় গত বছরগুলির থেকে কমছে পরীক্ষার্থীর সংখ্যা, যা স্কুলছুটের ইঙ্গিত দিচ্ছে! শিক্ষাবিদদের একাংশ বলছেন, সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির এই দশায় ক্ষয় ধরছে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায়। আর রাজ্যের শিক্ষার এই হতশ্রী চেহারার মধ্যে কপালের ভাঁজ বাড়িয়েছে কেন্দ্রের অতি সাম্প্রতিক রিপোর্ট। রাজ্যের স্কুলগুলোর এমনই অবস্থা যে, রাজ্যের তিন হাজারেরও বেশি স্কুলে ছাত্রভর্তিই হচ্ছে না। গত শিক্ষাবর্ষে কোনও এনরোলমেন্টই হয়নি। রিপোর্টে আরও বলছে, বাংলায় প্রত্যেক স্কুলে গড় ছাত্র সংখ্যা ১৯২। প্রত্যেক স্কুলে গড় শিক্ষকের সংখ্যা ৬ জন। কোন পথে হাঁটছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা? ছাত্রহীন বাংলার ৩ হাজার স্কুল ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন