Bengal STF: ভোটের আগে বিহার থেকে অস্ত্র ঢুকছে বাংলায়? STF-র জালে ৪
Bengal STF: ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মোটা টাকার বিনিময়ে বিক্রি করার কথা ছিল অস্ত্রগুলি। কারা এই অস্ত্র কিনত, তা খতিয়ে দেখছে এসটিএফ। ধৃতদের এদিন বারাসত আদালতে পেশ করা হয়।

দেগঙ্গা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভিনরাজ্য থেকে বাংলায় অস্ত্র আসছে বলে অভিযোগ। এই নিয়ে সরব শাসক-বিরোধী দুই পক্ষই। এই অবস্থায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থেকে ৪ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। দুটি দোনলা বন্দুক-সহ মোট চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে 4 রাউন্ড কার্তুজ।
এসটিএফ জানিয়েছে, বিহার থেকে অস্ত্রগুলি আনা হয়েছিল। সেগুলিই বিক্রির জন্য নিয়ে আসা হয় দেগঙ্গায়। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেফতার করা হয় ৪ জনকে। ধৃতদের নাম আমিরুল মণ্ডল, হাবিল মোল্লা, আবু শহিদ হাজী এবং গিয়াসউদ্দিন গাজী।
ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মোটা টাকার বিনিময়ে বিক্রি করার কথা ছিল অস্ত্রগুলি। কারা এই অস্ত্র কিনত, তা খতিয়ে দেখছে এসটিএফ। ধৃতদের এদিন বারাসত আদালতে পেশ করা হয়।
এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঈশ্বরীপুর এলাকা থেকে ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল এসটিএফ। গ্রেফতার করা হয়েছিল চারজনকে।
গত বছরের নভেম্বরে কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। সেই ঘটনায় নাম জড়ায় বিহারের দুষ্কৃতীদের। অভিযোগ ওঠে, বিহার থেকে রাজ্যে অস্ত্র আসছে। এদিনও গ্রেফতারির ঘটনায়ও বিহার থেকে অস্ত্রগুলি আনা হয়েছিল বলে এসটিএফ জানিয়েছে।

