কলকাতা: অযোধ্যার রাম মন্দিরের ঢেউ পড়েছে গোটা দেশে। বাদ রইল না বাংলাও। বাংলার সঙ্গেও যে রামের সম্পর্ক সুদূর অতীতের, সেটা বোঝাতে শনিবার সকালে নিজের এক্স তথা টুইটার হ্যান্ডেলে কাজি নজরুল ইসলামের লেখা একটি গান পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই গানটি গেয়েছেন বাঙালি-কন্যা পায়েল কর। প্রধানমন্ত্রীর টুইটের পরই সেই বাঙালি সঙ্গীতশিল্পীর মুখোমুখি হল TV9 বাংলা। প্রধানমন্ত্রীর টুইটে অভিভূত পায়েল কর TV9 বাংলার মুখোমুখি হয়ে রাম মন্দির নিয়ে উন্মাদনা ও বাংলার মুখ্যমন্ত্রীর সংহতি যাত্রা নিয়ে তাঁর অভিব্যক্তি প্রকাশ করলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটে কী প্রতিক্রিয়া?
পায়েল কর- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার গাওয়া গান টুইট করেছেন, সেটা প্রথমে আমি দেখিনি। একজন দেখে আমাকে ফোন করে খবর দেয়। উনি হিন্দিভাষী মানুষ, সর্বোপরি প্রধানমন্ত্রী, তিনি আমার গান টুইট করায় প্রথমে বিস্মিত হই। বিষয়টি ঠিকমতো উপলব্ধি হওয়ার আগেই এত ফোন এল, ইন্টারভিউ শুরু হল যে বেশি কিছুক্ষণ পর ঘোর কাটল। প্রধানমন্ত্রী আমার এই গান শুনেছন, এটা আমার কাছে বড় সম্মানের।
প্রধানমন্ত্রীর টুইট সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার উপর কি কোনও প্রভাব ফেলবে?
পায়েল কর- প্রধানমন্ত্রীর টুইট আমার সঙ্গীতের পরিকল্পনাকে নাড়া দেবে, এমন কোনও ব্যাপার নয়। আসলে এই বিষয়টা আমার কাছে অত্যন্ত সম্মানের, আমার ভাল লাগার বিষয়, আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। আর অবশ্যই উৎসাহিত হলাম। কেননা প্রধানমন্ত্রীর একটি টুইটের মূল্য অনেক। এখন শুধু ভারত নয়, পৃথিবীর অনেক লোক আমার গান শুনবে। তাই গান নিয়ে আমার দায়িত্ব আরও বাড়ল।
পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া কী?
পায়েল কর- আমি এমন একটি পরিবারে বড় হয়েছি যেখানে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি গান করবে এটাই শেখানো হয়। তবে অনেক আত্মীয়ের ফোন আসছে। আর বাবা, মা, স্বামী, সন্তানের একটা ভাল লাগা তো থাকবেই।
রাম মন্দিরের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতার সংহতি যাত্রা নিয়ে কী বলবেন?
রাম মন্দির নিয়ে রাজনীতির বিষয়টি সতর্কভাবে এড়িয়ে গিয়ে পায়েল কর বলেন, এব্যাপারে আমি অজ্ঞ। আমি খুব মুখচোরা প্রকৃতির। আমি গান-বাজনা করি, কলেজে অধ্যাপনা করি, এসব নিয়েই থাকি। এখন রাম একটা তাৎপর্যপূর্ণ শব্দ। আমরা সকলে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে ব্যক্তিগতভাবে আমি কাজি নজরুলের গান কেরিয়ারের শুরু থেকেই করছি। ‘মন জপ নাম’ গানের সুর আমাকে সঙ্গীতের ছাত্রী হিসাবে নাড়া দেয়। আমি এটুকুই চর্চা করি।
রাম মন্দিরের উদ্বোধন নিয়ে বাংলার শাসকদল বলছে গিমিক, আপনি কী বলবেন?
সঙ্গীতশিল্পী পায়েল করের সতর্ক জবাব, আমি এই বিষয়ে খুবই অজ্ঞ। এই বিষয়ে কোনও মন্তব্য না করাই ভাল।
আপনার গান প্রধানমন্ত্রী টুইট করার পর আরও বিশেষ কিছু পাওয়ার আশা করছেন?
গানপ্রেমী পায়েল করের সাফ জবাব, পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীতমেলার আমি সদস্য। কাজি নজরুল ইসলামের যে অনুষ্ঠান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর করে, সেই অনুষ্ঠানেও নিয়মিত আমন্ত্রণ পাই। এর থেকে বেশি কিছু প্রত্যাশা করি না।
The people of West Bengal have immense reverence towards Prabhu Shri Ram.
Here is the iconic Nazrul Geeti Mono Jopo Naam. #ShriRamBhajan https://t.co/eW14VohNbH
— Narendra Modi (@narendramodi) January 20, 2024
দক্ষিণ কলকাতার বাসিন্দা পায়েল কর ‘মন জপ নাম’ গানটির ইতিহাস সম্পর্কে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর যে গানটি টুইট করেছেন, সেটি তিনি ৭ বছর আগে রেকর্ডিং করেছিলেন। তাঁর ‘ত্রয়ী’ অ্যালবামের গান এটি। তাঁর আগে সঙ্গীতশিল্পী অনুপ জালোটার কণ্ঠেও জনপ্রিয় হয়েছিল গানটি।