কলকাতা: আইপিএলের ম্যাচ চলাকালীন, শহরে ফের বেটিং চক্রের হদিশ। মাঠে বসে বেটিং চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। লালবাজারের গোয়েন্দা শাখার তরফে তদন্ত চালিয়ে গ্রেফতার। পুলিশের দাবি, ম্যাচ চলাকালীন ইডেনে বসে বেটিং চক্র চালাচ্ছিলেন তিনজন। সেই খবর পৌঁছে যায় পুলিশের কাছে। এরপর গোপনে সেখানে পৌঁছে যান গোয়েন্দারা। ইডেন গার্ডেনের এফ ওয়ান ব্লক থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে নিউমার্কেটের একটি গেস্ট হাউজ় থেকে আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। জেরার একেবারেই প্রাথমিক পর্বে ধৃতরা জানিয়েছেন, যখন যেখানে খেলা হয় তখন সেই রাজ্যে চলে যেতেন তাঁরা। এই চক্রের চাঁই কে, তাঁর খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ।
তদন্তকারীরা জানতে পেরেছেন, দ্রুত ফলাফল জানতে মাঠের ভিতর ও বাইরে থেকে দু’ জায়গা থেকেই অপারেট করা হত বেটিং চক্র। ইন্টারনেট যোগাযোগ অবিচ্ছিন্ন রাখতে ধৃতরা ব্যবহার করতেন রাউটার। ইডেনে ম্যাচ চলাকালীনই তাঁরা দর্শকের আসনে বসে বারবার মোবাইল দেখছিলেন। উচ্ছ্বাস প্রকাশ করছিলেন ঠিকই, তবে বাকি দর্শকদের থেকে তাঁদের আচরণে কিছুটা পার্থক্য লক্ষ্য করেছিলেন ইডেনে মোতায়েন সাদা পোশাকের পুলিশ। তাঁদের ওপর দীর্ঘক্ষণ ধরে নজর রাখা হয়। এরপর বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাঁরা ওই তিন যুবকের কাছে গিয়ে প্রশ্ন করতে শুরু করেন। কথায় অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় তাঁদের। পুলিশের দাবি, ওই তিন যুবক একটা বড় চক্রের সঙ্গে জড়িত। সেই চক্রেরই মাথা খুঁজছেন তদন্তকারীরা।
পুলিশের কাছে তথ্য রয়েছে পাঁচ তারা হোটেলগুলিতে বেটিং-চক্র চলছে রমরমিয়ে। শেক্সপিয়ার সরণি এলাকা থেকে গত সপ্তাহেই একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ।