BGBS 2025: অম্বুজা নেওটিয়া গ্রুপের ৭০ শতাংশ বিনিয়োগ বাংলাতেই, আরও ১৫ হাজার কোটির বিনিয়োগের সম্ভাবনা: হর্ষবর্ধন নেওটিয়া

BGBS: শিল্পপতি বলেন, "অম্বুজা নেওটিয়া গ্রুপ আমাদের ৭০ শতাংশ বিনিয়োগ রাজ্যে রয়েছে। শুধু কলকাতা নয়, পাহাড় বা অন্য ক্ষেত্রেও আমাদের বিনিয়োগ রয়েছে। রাজ্যের সহযোগিতামূলক পরিবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"

BGBS 2025: অম্বুজা নেওটিয়া গ্রুপের ৭০ শতাংশ বিনিয়োগ বাংলাতেই, আরও ১৫ হাজার কোটির বিনিয়োগের সম্ভাবনা: হর্ষবর্ধন নেওটিয়া
বিশ্ব বাণিজ্য সম্মেলনে শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়াImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2025 | 6:23 PM

কলকাতা:  ২ দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রথম দিনেই চাঁদের হাট বিশ্ব বাংলার বাংলা কনভেনশন সেন্টারে। উপস্থিত তাবড় শিল্পপতিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া। রাজ্যে শিল্পক্ষেত্রে ঠিক কতটা পরিসর রয়েছে, এবং তা বিস্তৃতির ক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে কী ভূমিকা, তারই ব্যাখ্যা দেন তিনি।

শিল্পপতি বলেন, “অম্বুজা নেওটিয়া গ্রুপ আমাদের ৭০ শতাংশ বিনিয়োগ রাজ্যে রয়েছে। শুধু কলকাতা নয়, পাহাড় বা অন্য ক্ষেত্রেও আমাদের বিনিয়োগ রয়েছে। রাজ্যের সহযোগিতামূলক পরিবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।” আর এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর  ভূমিকা নিয়ে তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সাহায্য করেন আমাদের। রাজ্যে পাঁচটা হাসপাতাল রয়েছে আমাদের। একটা শিলিগুড়ি এবং একটা বর্ধমানে রয়েছে।” তিনি জানান, হসপিটালিটি সেক্টরে  ১৩ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে ইতিমধ্যেই। বাংলায় নেওটিয়া গ্রুপের একাধিক হোটেল রয়েছে।

হর্ষবর্ধন বলেন, “তাজ গ্রুপের সঙ্গে পার্টনারশিপে আমরা কাজ করছি। দার্জিলিং, কালিম্পঙ এবং গরুমারা ফরেস্টে, দিঘা এবং শান্তিনিকেতনে আমরা আমাদের প্রপার্টি তৈরি করার চেষ্টা করছি। এখানে ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ। একটা কলকাতা একটা শিলিগুড়িতে হোটেল তৈরির প্রক্রিয়া চলছে।”

১৬০০ কোটি টাকার গলফ টাউনশিপ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। চলতি বছরের মধ্যেই সম্পূর্ণ হবে সেই কাজ। এরইমধ্যে নেওটিয়া গ্রুপের ৯ টা হাউজ়িং প্রজেক্টে কাজ চলছে। তাতে ৬৫০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।  আগামী পাঁচ বছরে অম্বুজা নেওটিয়া গ্রুপের  ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলেও জানান শিল্পপতি।