Humayun Kabir: ‘জানুয়ারি মাসেই…’, ২৬-এর নির্বাচনে TMC টিকিট না দিলে হুমায়ুন কী করবেন জানালেন নিজের মুখে

Humayun Kabir: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে তিনি যে ধরনের মন্তব্য করেছেন তার জন্য দল তাঁকে শোকজ করেছে। সেই নোটিসের জবাব দিয়েও 'মচকাননি' বিধায়ক। তাঁর পরিষ্কার বক্তব্য, "আমি আগে একজন মুসলিম, তারপর দলের নেতা, তারপর দলের অনুগত সৈনিক।"

Humayun Kabir: জানুয়ারি মাসেই..., ২৬-এর নির্বাচনে TMC টিকিট না দিলে হুমায়ুন কী করবেন জানালেন নিজের মুখে
হুমায়ুন কবীর, বিধায়কImage Credit source: Facebook

Mar 15, 2025 | 2:53 PM

কলকাতা: মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) এখন বিতর্কের শিরোনামে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে তিনি যে ধরনের মন্তব্য করেছেন তার জন্য দল তাঁকে শোকজ করেছে। সেই নোটিসের জবাব দিয়েও ‘মচকাননি’ বিধায়ক। তাঁর পরিষ্কার বক্তব্য, “আমি আগে একজন মুসলিম, তারপর দলের নেতা, তারপর দলের অনুগত সৈনিক।” এখানেই শেষ নয়, শনিবার টিভি ৯ বাংলায় নেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তৃণমূল নেতা এও জানিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে যদি টিকিট না দেওয়া হয় তবে তিনি কী করবেন?

আজ সাক্ষাৎকারের সময় টিভি ৯ বাংলার তরফে হুমায়ুনের উদ্দেশে প্রশ্ন করা হয়, ‘দল যদি এই ধরনের মন্তব্যের জন্য বহিষ্কার করেন বা সাসপেন্ড করে বা যদি বিধানসভা নির্বাচনে টিকিট না দেন তাহলে হুমায়ুন কী করবেন?’ এই প্রশ্ন শোনার পরই ভরতপুরের বিধায়কের পরিষ্কার বক্তব্য, তিনি কোনও ‘যদি-কিন্তু’-র মতো প্রশ্নের উত্তর দেবেন না। অর্থাৎ যদি সত্যিই এই ধরনের কিছু ঘটে তাহলে বিধায়ক নিজে কী সিদ্ধান্ত নেবেন সেটা আগামী বছরের জানুয়ারি মাসেই জানিয়ে দেবেন।

হুমায়ুন টিভি ৯ বাংলাকে বলেছেন, “তৃণমূল কংগ্রেস যদি ২০২৬-এর নির্বাচনে লড়ার সুযোগ দেন নেত্রীর সম্মানের জন্য আমি লড়ব।” তারপর যোগ করে এও বলেন, ”
তবে, যদি-কিন্তুর জবাব আমি দেব না। কার হয়ে লড়ব,কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়ব, নাকি আমি নিজেই দল খুলে লড়ব সেটা ২০২৬ এর জানুয়ারি মাসে ঢাক ঢোল পিটিয়ে জানাব।”