Humayun Kabir: নিশানায় ফিরহাদ-সিদ্দিকুল্লাহ! বাঙালি মুসলিমদের মন বুঝতে আলাদা সমীক্ষা হুমায়ুনের

Humayun Kabir: হুমায়ুনের কথায়, ২ কোটি ১০ লক্ষ বাঙালি মুসলিম ভোটার রয়েছে। তাঁদের কাছে গ্রহণযোগ্যতা নেই ফিরহাদের। সিদ্দিকুল্লাহ চৌধুরীর গ্রহণযোগ্যতা থাকলেও ৯ বছর মন্ত্রী থাকার সুবাদে কোনও কাজ করতে পারেননি।

Humayun Kabir: নিশানায় ফিরহাদ-সিদ্দিকুল্লাহ! বাঙালি মুসলিমদের মন বুঝতে আলাদা সমীক্ষা হুমায়ুনের
রাজনৈতিক মহলে চাপানউতোরImage Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

May 21, 2025 | 3:35 PM

কলকাতা: ফের বেলাগাম হুমায়ুন কবীর। নিশানায় ফিরহাদ হাকিম, ছাড়লেন না সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও। বললেন, বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদ হাকিমের গ্রহণযোগ্যতা নেই। মুসলিমদের মধ্যে প্রভাব কমেছে সিদ্দিকুল্লাহরও। ৯ বছর মন্ত্রী থেকেও কিছুই করতে পারেননি সিদ্দিকুল্লাহ। টিভি-৯ বাংলার মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন। কী চাইছেন বাংলার মুসলিমরা? উত্তর পেতে রাজ্যজুড়ে সমীক্ষাও করাচ্ছেন, নিজেই এ কথা জানিয়েছেন হুমায়ুন। নিজের এলাকায় তাঁর যে জনভিত্তি, তা অটুট রয়েছে বলেও দাবি করলেন ভরতপুরের বিধায়ক। 

হুমায়ুনের কথায়, ২ কোটি ১০ লক্ষ বাঙালি মুসলিম ভোটার রয়েছে। তাঁদের কাছে গ্রহণযোগ্যতা নেই ফিরহাদের। সিদ্দিকুল্লাহ চৌধুরীর গ্রহণযোগ্যতা থাকলেও ৯ বছর মন্ত্রী থাকার সুবাদে কোনও কাজ করতে পারেননি। ফলে মুসলিমদের কাছে তাঁর ভাবমূর্তি খারাপ হয়েছে। যেটা আগামীদিনে ভোটের ময়দানে প্রমাণ হবে। 

কিন্তু, কেন করাচ্ছেন আলাদা সমীক্ষা? 

টিভি-৯ বাংলার মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, “গোটা বাংলায় যে সমস্ত মুসলিম অধ্যুষিত আসন রয়েছে সেখানে মুসলিমরা কী চাইছেন, মনের মধ্যে কী চলছে তা জানার জন্যই এই সমীক্ষা। একটা স্পেশ্যাল টিম আমি তৈরি করেছি। তাঁরা সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের প্রথমেই আমাকে সার্বিক রিপোর্ট দেবে।” প্রসঙ্গত, বিগত কয়েক মাসে একাধিক ইস্যুতে মুখ খুলেছিলেন হুমায়ুন কবীর। অস্বস্তিও বেড়েছিল দলের অন্দরে। শোকজ নোটিসও গিয়েছিল। কিন্তু, এবার ফের নতুন করে ফিরহাদ-সিদ্দিকুল্লাহকে একযোগে তোপ দাগায় তা নিয়ে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনীতির আঙিনায়।