Bidhannagar: নজিরবিহীন, দফতরেই চাকরিপ্রার্থীদের ‘ঘাড়ধাক্কা’ মেরে সিঁড়ি দিয়ে নামানো হল

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 24, 2024 | 4:51 PM

Bidhannagar: পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় তাঁদের। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের রীতিমতো জোর করে দফতরের ভেতর থেকে বের করে দেয়। ICDS সুপারভাইজার পদে WBPSC নিয়োগ সুপারিশ প্রাপ্ত ২৯৩১ জনের মধ্যে একই প্যানাল থেকে ১৩৬ জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হয়

Bidhannagar: নজিরবিহীন, দফতরেই চাকরিপ্রার্থীদের ঘাড়ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে নামানো হল
চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  ICDS চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। বিধাননগরের শৈশালিভবনের সামনে ছড়াল উত্তেজনা।  পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী।  দ্রুত নিয়োগের দাবিতে শৈশালি ভবন অভিযান করেন ICDS সুপারভাইজার চাকরিপ্রাপ্তদের। শৈশালি ভবনের  ভিতরে ঢুকতে চান চাকরিপ্রার্থীরা। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু বিধাননগর থানার পুলিশ চাকরিপ্রার্থীদের ভিতরে ঢুকতে বাধা দেন। তখন জোর করে ভিতরে ঢুকতে যান চাকরিপ্রার্থীরা। তাতেই ধস্তাধস্তি হয়।

বুধবার সকালে সল্টলেকের শৈশালি ভবনের ডিরেক্টর অফ আইসিডিএস অফিসের ভেতরে প্রবেশ করেন চাকরিপ্রার্থীরা। পুলিশের বক্তব্য, বিনা অনুমতিতেই দফতরের ভেতরে প্রবেশ করেন তাঁরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পুলিশের বিশাল বাহিনী।

পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় তাঁদের। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের রীতিমতো জোর করে দফতরের ভেতর থেকে বের করে দেয়। ICDS সুপারভাইজার পদে WBPSC নিয়োগ সুপারিশ প্রাপ্ত ২৯৩১ জনের মধ্যে একই প্যানাল থেকে ১৩৬ জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হয়। বাকিরা এখনও নিয়োগ পাননি। তাই বাকিদের দ্রুত নিয়োগের দাবিতেই এদিনের অভিযান ছিল।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, পুলিশ মেরেই বার করে দিয়েছে। এক বিক্ষোভকারী চাকরিপ্রার্থী বলেন, “একজন মহিলার গায়ে এভাবে হাত তোলা হয়েছে। মেরেই বার করে দিয়েছে। আমরা কি গুন্ডা? “

Next Article