Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: তিলোত্তমার নাম করে বাজার থেকে টাকা তুলছেন জুনিয়র ডাক্তাররা? অনিকেত সহ ৭ জনকে তলব

RG Kar: টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজু ঘোষ বলেন, "বিধাননগর কমিশনারেটের পাশাপাশি বিধাননগর কোর্টেও অভিযোগ করেছি। এই কয়েকজন জুনিয়র চিকিৎসক 'জাস্টিস ফর আরজি কর' বলে বাজার থেকে টাকা তুলছে।"

RG Kar: তিলোত্তমার নাম করে বাজার থেকে টাকা তুলছেন জুনিয়র ডাক্তাররা? অনিকেত সহ ৭ জনকে তলব
অনিকেত মাহাতো, জুনিয়র ডাক্তার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2025 | 10:13 PM

কলকাতা: আরজি কর আন্দোলনের মুখ অনিকেত মাহাতোকে তলব করল বিধাননগর পুলিশ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের (WBJDF)-এর আয়ের উৎস কী? তা জানার জন্য রাজু ঘোষ নামে এক জনৈক অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই অনিকেত সহ সাতজনকে তলব।

আগমিকাল অর্থাৎ ৯ ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন। সেই জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি সংগঠিত হচ্ছে। চিকিৎসক সমাজের প্রতিনিধিরা এই কর্মসূচি আয়োজন করছেন। ঠিক তার ২৪ ঘণ্টা আগে জুনিয়র ডাক্তারদের মূল মুখ, সেই অনিকেত মাহাতো, অর্ণব মুখোপাধ্যায়, রাজু সাউ সহ সাত জনকে তলব করা হয়েছে। জানা যাচ্ছে, জুনিয়র ডাক্তারদের আর্থিক তহবিলের উৎস কী তা জানতেই এই তলব করা হয়েছে।

টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজু ঘোষ বলেন, “বিধাননগর কমিশনারেটের পাশাপাশি বিধাননগর কোর্টেও অভিযোগ করেছি। এই কয়েকজন জুনিয়র চিকিৎসক ‘জাস্টিস ফর আরজি কর’ বলে বাজার থেকে টাকা তুলছে। প্রথমে এই বিজ্ঞাপন দেখে আমিও পাঁচ হাজার দিই। তারপর আমি দেখি এমন প্রচুর অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছেন। কিছু ব্যক্তিগত কিউআর কোড-ও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তারপর আমি জানলাম ‘জাস্টিস ফর আরজি কর’ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তারপর আমি বিভিন্ন জায়গায় অভিযোগ করি। পুলিশ কোনও পদক্ষেপ না করায় বিধাননগর কোর্টে অভিযোগ করি। আমি জানতে পেরেছি জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা ঢুকেছে। কোন খাতে টাকা ঢুকছে, কী খরচ হচ্ছে তা জানতেই আমি অভিযোগ করেছি।” উল্লেখ্য, এর আগে আরজি কর আন্দোলনের অন্য়তম মুখ আসফাকুল্লা নাইঞার বিরুদ্ধে আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ারের বিরুদ্ধে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। অভিযোগ উঠেছিল জুনিয়র ডাক্তার হওয়ার পরও তিনি সার্জেন পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন।